ভোটের আগে সংশোধন আসছে বিধিমালায় – দৈনিক গণঅধিকার

ভোটের আগে সংশোধন আসছে বিধিমালায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:৫৩
জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার অনুষ্ঠেয় কমিশনের ২২তম সভায় সংশোধনী এনে নির্বাচন পরিচালনা বিধিমালা উপস্থাপন করা হবে। সভার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। ওই সভায় সংশোধনীতে অনলাইনে মনোনয়নপত্র দাখিল, নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় বাড়ানো এবং নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইনেরও সংশোধনী প্রস্তাব তোলা হচ্ছে। এ দুটিসহ সভায় মোট ছয়টি আলোচ্যসূচি রয়েছে। সভার বাকি আলোচ্যসূচির মধ্যে রয়েছে- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের উদ্দেশে প্যানেল প্রস্তুতের নির্দেশিকা, নির্বাচনকালীন অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদানসংক্রান্ত গাইডলাইন এবং নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণসংক্রান্ত। আরও জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান করতে চেয়েছিল নির্বাচন কমিশন। ওই বিধান করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) আবারও সংশোধনের প্রয়োজন হবে। এ কারণে ইসি অনলাইন ও অফলাইন দুভাবে মনোনয়নপত্র দাখিলের বিধান রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের প্রস্তাব কমিশন সভায় তোলা হচ্ছে। অপরদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা জমা দেওয়ার বিধান এতদিন ছিল না। এবার হলফনামা জমা দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনও সংস্কার করতে যাচ্ছে ইসি। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের বর্ষপঞ্জি এ সভায় অনুমোদনের জন্য তোলা হবে। আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরুর কথা রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দাম বাড়বে না হাহাকার বাসাবাড়ি শিল্পকারখানায় ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮ কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট। শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১ আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১১ এর রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার ইরান দূতাবাসের ঢাকায় ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত এই দেশে আর কোনো মাইনরিটি-মেজরিটির কথা শুনতে চাই না