
নিউজ ডেক্স
আরও খবর

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

ডেমোক্রেট পাগলদের দল: হোয়াইট হাউস

ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
মণিপুর দাঙ্গা স্কুলপড়ুয়া ছেলেরা এখন বন্দুকধারী যোদ্ধা

ভারতের মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতবিদ্বেষ দ্বন্দ্বে মণিপুরে অশান্তি ক্রমেই বাড়ছে। মে মাস থেকে ঘটে আসা সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটেছে। তবে এ দ্বন্দ্বে নতুন করে যোগ দিল স্কুলপড়ুয়া ছাত্ররা।
পড়ালেখার বয়সে বনে গেল বন্দুকধারী যোদ্ধা। শত্রুদের লাগাম টানতে কুকি সম্প্রদায়ের সেসব কিশোররাই এখন ঘাড়ে অস্ত্র নিয়ে টহল দেয় পাহাড়ের টিলায়। এএফপি।
তিন মাস আগের ঘটনা। ১৬ বছর বয়সি পাওমিনথাং চাষি কুকি সম্প্রদায়ের একজন ছাত্র ছিলেন। এখন তিনি একটি .৩০৩ রাইফেল নিয়ে শত্রুপক্ষের জন্য অপেক্ষা করেন। প্রতিহিংসার মাত্রা এতটাই তীব্র যে, প্রয়োজনে তিনি প্রতিদ্বন্দ্বী মেইতেই সম্প্রদায়ের যোদ্ধাদের হত্যা করতেও প্রস্তুত।
প্রতিশোধের নেশায় ক্ষুব্ধ পাওমিনথাং বলেছেন, মেইতেই সম্প্রদায় তার পরিবারকে আক্রমণ করার পরে তিনি তার বই-খাতা ফেলে দিয়েছেন।
সঙ্গে থাকা বন্দুকটি চেপে ধরে বলেন, ‘তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি গুলি করব।’
উত্তর-পূর্ব রাজ্যে হিন্দু মেইতেই এবং খ্রিষ্টান কুকির মধ্যে সশস্ত্র সংঘর্ষে মে মাস থেকে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। জাতিগত বিভাজন প্রতিশোধমূলক আক্রমণের তিক্ত চক্রে পরিণত হচ্ছে। ফলে হত্যা এবং বাড়িঘর, খ্রিষ্টান গির্জা এবং হিন্দু মন্দিরগুলো পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রতিদ্বন্দ্বীরা মিলিশিয়া বাহিনী ঘটনের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মে মাসে যখন সংঘর্ষ শুরু হয়, তখন জনতা পুলিশ স্টেশনে লুটপাট চালায়। এরপর থেকে ৩০০০ অস্ত্র এবং ৬০০,০০০ রাউন্ড গোলাবারুদ হারিয়ে গেছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।