
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
মনোনয়ন নিয়ে আ.লীগে কোনো বিভেদ নেই

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রবাসী নেতা মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট ফিরেছেন।
সোমবার বিকেলে ঢাকা থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সাংবাদিকদের বলেন, মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে কোনো বিভেদ নেই, সবাই এক। দলের মনোনয়ন ১০ নেতা চেয়েছিলেন। তাঁরাও আমার সঙ্গে রয়েছেন, মাঠে কাজ করবেন। নৌকাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ।
বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বড় শোডাউন করে আনোয়ারুজ্জামানকে শহরে নিয়ে যাওয়া হয়। তিনি বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এর আগে শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়। ওইদিন থেকে ঢাকায় অবস্থান করা আনোয়ারুজ্জামান মনোনয়ন পাওয়ার পর সোমবার প্রথম সিলেটে আসেন।
ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।