মার্কিন নিন্দাকে উপেক্ষা করে পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুত ভিয়েতনাম – দৈনিক গণঅধিকার

মার্কিন নিন্দাকে উপেক্ষা করে পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুত ভিয়েতনাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:২৭
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য লাল গালিচা প্রস্তুত করেছে ভিয়েতনাম। বুধবার (১৯ জুন) রাতে তিনি হ্যানয় পৌঁছাবেন। ইউক্রেনে যুদ্ধাপরাধে অভিযুক্ত পুতিনের এই সফরকে প্রচারণামূলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার এই সফর ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের জন্য সুবিধা ও ঝুঁকি নিয়ে আসতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে। পিয়ংইয়ংয়ে উত্তর কোরীয় নেতার সঙ্গে আলিঙ্গন ও বৈঠকের পর বুধবার রাতে হ্যানয় পৌঁছাবেন পুতিন। আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মুখে রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সতর্ক মিত্রতার সম্পর্ক জারি রেখেছে ভিয়েতনাম। রুশ নেতাকে আমন্ত্রণ জানানোর কারণে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে দেশটি। হাওয়াই-ভিত্তিক ইনোয়ি এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ-এর আলেক্সান্ডার ভুভিং বলেছেন, মার্কিন বিরোধিতার কারণে ভিয়েতনাম সফর রুশ নেতা পুতিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া বিশ্বকে বার্তা দিতে চায় যে, সব জায়গায় তাদের বন্ধু রয়েছে এবং মস্কোকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা ব্যর্থ হয়েছে। হ্যানয়ের নিজস্ব স্বার্থ রয়েছে উল্লেখ করে ভুভিং বলেছেন, ভিয়েতনামের পররাষ্ট্রনীতিতে রাশিয়ার অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যানয়ের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী হলো মস্কো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৩ সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তিনি এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। রাশিয়া ও ভিয়েতনাম, কেউই আইসিসির সদস্য নয়। মে মাসে পঞ্চম মেয়াদে ক্ষমতাগ্রহণের পর ভিয়েতনাম হবে পুতিনের সফর করা তৃতীয় দেশ। এর আগে তিনি চীন ও উত্তর কোরিয়া সফর করেছেন। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর খুব কম বিদেশ সফর করছেন তিনি। ২০১৭ সালের পর প্রথম এবং সব মিলিয়ে পঞ্চমবার ভিয়েতনাম সফর করবেন পুতিন। তাকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় অভ্যর্থনা দেওয়া হবে। হ্যানয়ের বিমানবন্দর থেকে শুরু করে একাধিক সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই দেশের কমিউনিস্ট ঐতিহ্য রয়েছে। শীতল যুদ্ধের সময় লাখ লাখ ভিয়েতনামি ক্যাডার সাবেক সোভিয়েত ইউনিয়নে অধ্যয়ন করেছেন। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নগুয়েন ফু থ্রংও তাদের মধ্যে একজন। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিয়েতনাম-রাশিয়া সম্পর্কে অনেক অবদান রেখেছেন। ভিয়েতনামের গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র পুতিনের সফরের বিরোধিতা করেছে। হ্যানয়ে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, কোনও দেশের উচিত না পুতিনকে তার আগ্রাসী যুদ্ধের প্রচারের জন্য কোনও মঞ্চ দেওয়া।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন