
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
মোটরসাইকেল প্রতীকে যশোর সদর উপজেলার চেয়ারম্যান হলেন ফন্টু চাকলাদার

৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টু বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। চেয়ারম্যান পদে তৃতীয় হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৬১১ ভোট।
ভোটগ্রহণ শেষে বুধবার (০৫ জুন) রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন যশোর জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কাস্টিং হয়েছে ৩৩ দশমিক ২৭ শতাংশ।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বিপুল। তিনি পেয়েছেন ৮৩ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের শেখ জাহিদুর রহমান পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক লাখ ১৩ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের বাশিনুর রহমান ঝুমুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের জ্যোৎস্না আরা বেগম পেয়েছেন ৫৪ হাজার ৯৩৭ ভোট।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় ভোটার ছয় লাখ সাত হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ তিন লাখ চার হাজার ৭৩০, নারী তিন লাখ তিন হাজার ৫২ ও হিজড়া ভোটার সাত জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আট জন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আট জন লড়েছেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।