
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
যশোরে বিজয় মিছিল থেকে হামলার শিকার সেই আহত কিশোরের মৃত্যু

যশোর সদর উপজেলার চাঁচড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের বিজয় মিছিল থেকে হামলায় আহত কিশোর শাকিব (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাকিব চাঁচড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন।
পুলিশ জানিয়েছে, যশোর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকরা বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়ায় বিজয় মিছিল বের করে। এ সময় জনতার পিটুনিতে দোয়াত-কলমের কর্মী শাকিব আহত হয়। একপর্যায়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। এরপর তাকে ঢাকার এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে মারা যায় শাকিব। সেখান থেকে আজ বিকালে অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা লাশ চাঁচড়া মধ্যপাড়ার বাড়িতে নেয়।
খবর পেয়ে পুলিশ লাশ যশোর সদর হাসপাতাল মর্গে নিয়েছে এবং ময়নাতদন্ত শেষে কাল স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কোতয়ালি থানার ওসি বলেন, লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও (রাত ৯টা) পর্যন্ত কোন মামলা হয়নি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।