যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু – দৈনিক গণঅধিকার

যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:০৬
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক ধারাকে ক্ষমতার বাইরে রাখতে যথাসময়ে নির্বাচন হবে। কোনো অবস্থায়ই অপরাধীদের রাজনীতির মাঠে আসতে দেওয়া যাবে না। যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে। শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জাতীয় যুব জোটের তৃতীয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্রের তিন মাত্রার সংগ্রাম করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দুই পক্ষ। তিন মাত্রার সংগ্রামে যারা মিটমাটের কথা বলে তারা মহাদুষ্কর্মকে স্বীকার করে নেয়। হত্যাযজ্ঞকে জায়েজ করতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। একাত্তর-পঁচাত্তরের হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে অমোচনীয় একটা বিভক্তির রেখা টেনে দেয়। এক পক্ষে মহাহত্যাযজ্ঞের দুষ্কৃতকারী রাজাকাররা, আরেক পক্ষে জনগণ এবং মুক্তিযোদ্ধারা। আজ এ পরিস্থিতিতে এ দুই পক্ষের মিটমাটের কথা যারা বলে, তারা কার্যত একাত্তরের খুনিদের পক্ষাবলম্বন করে। কংগ্রেসের বিশেষ অতিথি জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অস্বাভাবিক কোনো সরকার হতে দেব না। স্বাভাবিকভাবে নিয়ম মেনে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে কংগ্রেসে আরও উপস্থিত ছিলেন- কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও জাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহসভাপতি আফরোজা হক রীনা প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা