রাজবাড়িতে বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে হত্যা – দৈনিক গণঅধিকার

রাজবাড়িতে বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ৯:১১
রাজবাড়ীর পদ্মার চরে বাদাম তুলতে গিয়ে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কৃষক নাদের বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে বাদাম তোলার জন্য ক্ষেতে আসি। তোলা শুরু করলেই বাদামের গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পাই। সকালে একটি এবং দুপুরে আরেকটিকে পিটিয়ে মেরে নদীতে ফেলেছি। আরও কয়েকটি পালিয়েছে। এখন বাদাম তুলতে ভয় পাচ্ছি। আরেক কৃষক সবুজ বিশ্বাস বলেন, হঠাৎ বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনা চরে বেড়েছে। আমরা ভয়ে ক্ষেতে নামতে পারছি না। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। পদ্মার চরে বাদাম লাগিয়েছি। কিন্তু ভয়ে এখন সেই বাদাম তুলতে পারছি না। কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা। পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, আমরা শুনেছি রাসেলস ভাইপারের কারণে কৃষকদের ফসল ঘরে উঠানো অনেক কষ্টকর হয়ে পড়েছে। ফসল তোলার জন্য কৃষকদের দলবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। কাজ করার সময় শব্দ করে কাজ করতে হবে। যেন ওই খানে সাপ থাকলে সরে যায়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, উপজেলার নদী তীরবর্তী হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের চরে সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন নদীর পাড়ে বা চরাঞ্চলে না যায়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা যেন দলবদ্ধ হয়ে চরে ফসল তুলতে যান, তারও পরামর্শ দেওয়া হয়েছে। জাফর সাদিক আরও বলেন, কাউকে সাপে কাটলে সে যেন ওঝা বা কবিরাজের কাছে না যায়। যেন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। এর আগে শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর-আফড়ার চরে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সেটিকে পিটিয়ে মেরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে মধু বিশ্বাসকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত