
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
রাজবাড়িতে বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পদ্মার চরে বাদাম তুলতে গিয়ে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কৃষক নাদের বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে বাদাম তোলার জন্য ক্ষেতে আসি। তোলা শুরু করলেই বাদামের গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পাই। সকালে একটি এবং দুপুরে আরেকটিকে পিটিয়ে মেরে নদীতে ফেলেছি। আরও কয়েকটি পালিয়েছে। এখন বাদাম তুলতে ভয় পাচ্ছি।
আরেক কৃষক সবুজ বিশ্বাস বলেন, হঠাৎ বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনা চরে বেড়েছে। আমরা ভয়ে ক্ষেতে নামতে পারছি না। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। পদ্মার চরে বাদাম লাগিয়েছি। কিন্তু ভয়ে এখন সেই বাদাম তুলতে পারছি না। কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, আমরা শুনেছি রাসেলস ভাইপারের কারণে কৃষকদের ফসল ঘরে উঠানো অনেক কষ্টকর হয়ে পড়েছে। ফসল তোলার জন্য কৃষকদের দলবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। কাজ করার সময় শব্দ করে কাজ করতে হবে। যেন ওই খানে সাপ থাকলে সরে যায়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, উপজেলার নদী তীরবর্তী হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের চরে সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন নদীর পাড়ে বা চরাঞ্চলে না যায়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা যেন দলবদ্ধ হয়ে চরে ফসল তুলতে যান, তারও পরামর্শ দেওয়া হয়েছে।
জাফর সাদিক আরও বলেন, কাউকে সাপে কাটলে সে যেন ওঝা বা কবিরাজের কাছে না যায়। যেন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে।
এর আগে শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর-আফড়ার চরে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সেটিকে পিটিয়ে মেরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে মধু বিশ্বাসকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।