
নিউজ ডেক্স
আরও খবর

নির্বাচনের সময় বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিনিধির অনুরোধ

তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ

এলপিজিতে ১০০-২০০ টাকা বেশি নেওয়ার খবর পাচ্ছি: প্রতিমন্ত্রী

খননে গচ্চা ৭৬৩ কোটি টাকা

মার্কিন ভিসানীতি প্রয়োগে তোলপাড় সর্বত্র

‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মানবতা কোথায় ছিল’

ভোক্তা অধিদপ্তরের তদারকি: বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
রামপাল বিদ্যুৎকেন্দ্র ১৬ দিন পর আবার চালু

কয়লা সংকটে বন্ধের ১৬ দিন পর আবার চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার বিকেল ৩টায় এ কেন্দ্রটিতে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদনের সঙ্গে সঙ্গে সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।
কয়লা সংকটে ৩০ জুলাই ভোরে বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। চালুর পর মোট সাতবার বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটি।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম জানান, সোমবার বিকেল ৩টা থেকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবার উৎপাদন শুরু হয়েছে । বিকেল থেকে উৎপাদন হচ্ছে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত এ বিদ্যুৎ এরই মধ্যে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।
তিনি বলেন, চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আরও দুটি জাহাজ মোংলা বন্দরে আসার কথা রয়েছে।
এদিকে রোববার ৩১ হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস থেকে কয়লা খালাস, পরিবহন ও সংরক্ষণের কাজ চলছে। এই কয়লা আসার সঙ্গে সঙ্গেই আবার চালু হলো এ বিদ্যুৎ কেন্দ্রটি।
গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদনে যায় রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রথম ইউনিট চালু হওয়ার পর গত সাত মাসে সাতবার বন্ধ হয়ে যায় এ কেন্দ্রটি। এর মধ্যে চারবার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজে। আর কয়লা সংকটে বন্ধ হয় তিনবার।
অপরদিকে ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট সেপ্টেম্বর মাসে চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আনোয়ার উল আজিম।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।