শহীদ চাঁন্দু স্টেডিয়াম নিয়ে যা বললেন হিরো আলম – দৈনিক গণঅধিকার

শহীদ চাঁন্দু স্টেডিয়াম নিয়ে যা বললেন হিরো আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৫:৩৩
আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম বগুড়া শহিদ চাঁন্দু স্টেডিয়ামে বিসিবির কার্যক্রম পুনর্বহাল ও খেলা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় এটা জুয়ার আসর, গরুরহাট বা মেলা বসবে। মঙ্গলবার দুপুরে তিনি স্টেডিয়াম প্রাঙ্গণে নিজ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানিয়েছেন। হিরো আলম বলেন, শহিদ চাঁন্দু স্টেডিয়াম থেকে ১৭ কর্মকর্তা-কর্মচারী ও মালামাল সরিয়ে নেওয়া বগুড়াবাসীর জন্য লজ্জার। গত ১৫ বছরে জেলার কি কোনো উন্নয়ন হয়েছে? বগুড়াবাসীকে কি দেওয়া হয়েছে। সম্প্রতি উপ-নির্বাচনে বগুড়া সদর আসনে ৫০ বছর পর নৌকা মার্কার রাগেবুল আহসান ভাই নির্বাচিত হয়েছেন। তিনিও তার বিপক্ষে ভোট করেছেন। রিপু ভাইকে বলতে চাই, বগুড়ার মানুষ তাদের রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে ভোট দিয়েছেন। আপনি দায়িত্বে থাকা অবস্থায় বিসিবি কীভাবে স্টেডিয়ামে থেকে সব কিছু প্রত্যাহার করলো? তিনি বলেন, এই দীর্ঘ ১৫ বছরে আপনারা বগুড়ায় জাতীয় কোনো খেলাও দেননি। বগুড়ার বিমানবন্দরে গরু বাছুর পালন ও ধান চাষ হয়। এখন শুধু আছে এক মেডিকেল। বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেও আমাদের লাভ হয় না। বগুড়ার মাটিকে আপনারা ঘাঁটি না বানিয়ে উজাড় করে দিয়েছেন। এটা লজ্জার। হিরো আলম আরও বলেন, বগুড়া শহিদ চাঁন্দু স্টেডিয়ামের বিরুদ্ধে এক শ্রেণির সিন্ডিকেট কাজ করছে। তারা চায় না বগুড়ায় স্টেডিয়াম থাকুক। এরা চায় স্টেডিয়াম থেকে সব চলে যাক। আর যখন এ স্টেডিয়াম পড়ে থাকবে তখন ওই লোকেরা মাঠে জুয়ার বোর্ড বসাবে, মেলা করার চেষ্টা করবে, কুরবানি আসলে গরুর হাট বসাবে। তিনি প্রশ্ন করে বলেন, তাহলে স্টেডিয়াম কি মেলা, হাট বা জুয়ার বোর্ড বসানোর জন্য? সিন্ডিকেট চায় স্টেডিয়াম পরে থাকুক। তখন ওরা ৯৯ বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবে। এক প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, বগুড়া শহিদ চাঁন্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তরে বিসিবির কোনো দোষ নেই। তারা এখানে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু ওই সিন্ডিকেট তাদের বাধা দিচ্ছে। তারাই বিসিবির খেলা আসার আগে চিঠি দিয়ে বাধা দিয়েছে খেলা না দেওয়ার জন্য। এ সিন্ডিকেট কে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, সেটা আপনারা সবই জানেন। আমি এখন তাদের নাম বলতে চাই না। মানববন্ধন শেষে হিরো আলম সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বগুড়া শহিদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করেন। গত ২ মার্চ বিসিবি কর্তৃপক্ষ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে খেলা আয়োজনে জেলা ক্রীড়া সংস্থাকে দায়ী করে এ স্টেডিয়াম থেকে মালামাল ও কর্মকর্তা-কর্মচারীদের মিরপুর স্টেডিয়ামে প্রত্যাহার করেন। পরে তাদের রাজশাহী ও রংপুর স্টেডিয়ামে বদলি করা হয়েছে। বিসিবির এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে গণস্বাক্ষর সংগ্রহ, বিভিন্ন সংগঠনের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এক ব্যক্তি শহরের সাতমাথায় অনশন কর্মসূচি পালন করেন। এ গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের বাবা ক্রীড়ামোদী মাহবুব হামিদ তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার সয়াবিনের পর অস্থির হচ্ছে ছোলার বাজার