সপ্তাহে একদিন পর্যটকদের জন্য বন্ধ সুন্দরবন – দৈনিক গণঅধিকার

সপ্তাহে একদিন পর্যটকদের জন্য বন্ধ সুন্দরবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ১০:০৮
সপ্তাহে একদিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে সুন্দরবনের দরজা। তবে এ নিয়ম বলবৎ থাকবে সুন্দরবনের ভারতীয় অংশে। শুধু সুন্দরবন নয়, পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জিপসি সাফারিও সপ্তাহে একদিন বন্ধ থাকবে। আগে সপ্তাহে সাতদিনই খোলা ছিল। সম্প্রতি এতে আপত্তি জানায় ভারতের কেন্দ্রীয় বাঘ সংরক্ষণ সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এরপর একদিন বন্ধ রাখার নির্দেশনা এলো। ওই সংস্থাটি পশ্চিমবঙ্গের বন দপ্তরকে চিঠি দিয়ে জানায়, দেশের সব ব্যাঘ্র প্রকল্পের মতো বক্সা ও সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় সপ্তাহে একদিন ‘মঙ্গলবার’ পর্যটকদের সব ধরনের আনাগোনা বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে জিপসি সাফারিও। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ওই নির্দেশ পেয়েই বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল দেবল রায়। বিজ্ঞপ্তিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বক্সায় প্রতি মঙ্গলবার পর্যটকদের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। আগামী ১ এপ্রিল থেকে এ নতুন নির্দেশনা কার্যকর হবে। তবে এতদিন কেন সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ ওই নিয়মের বাইরে ছিল তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি রাজ্যের বন কর্মকর্তারা। বনপাল দেবল রায় বলেন, সপ্তাহে একদিন মঙ্গলবার জঙ্গলে শুধু পর্যটকদের প্রবেশ নিষেধ। জঙ্গলে পর্যটকদের আনাগোনা বন্ধ থাকলেও জঙ্গলের ভেতরে থাকা বাসিন্দারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। জঙ্গলের ভেতরে যেসব মানুষের বাস, তাদের জন্য এই নিয়ম বলবৎ হবে না। এছাড়া ওয়াচ টাওয়ারের রক্ষণাবেক্ষণ এবং বন দপ্তরের অন্যান্য কাজও চালু থাকবে মঙ্গলবার। ফলে আপাতত পরিষেবার জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এদিকে, এ নির্দেশনা জারিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুন্দরবন ও বক্সার পর্যটন ব্যবসায়ীরা। তাদের দাবি, মৌসুমে এক মাসের বেশি সময় জঙ্গলে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, বন্ধ রাখা হয় গভীর জঙ্গলে পর্যটকদের সাফারি। তার ওপর সপ্তাহে একদিন আর্থিক কর্মকাণ্ড থমকে গেলে বড় প্রভাব পড়বে টাইগার রিজার্ভ কেন্দ্রিক মানুষের জীবন-যাপনে। সুন্দরবনের হোটেল ব্যবসায়ী তারক দাস বলেন, এ নির্দেশনায় খুশি নন পর্যটন ব্যবসায়ীরা। ব্যাংকের লোন নিয়ে আমরা ব্যবসা করছি। এতে ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হলো। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তবে সুন্দরবনের অন্য হোটেল ব্যবসায়ী জয়ন্ত হালদার বলেন, দেশের অন্যান্য জায়গায় যখন এই নিয়ম চালু রয়েছে, তখন সপ্তাহে একদিন জঙ্গল বন্ধ থাকলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পরিচালক অপূর্ব সেন বলেন, বন্যপ্রাণীরা যেন সপ্তাহের একদিন মানুষের কোলাহল থেকে দূরে নিজেদের মতো করে থাকতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার