নিউজ ডেক্স
আরও খবর
চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ
দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান
যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান
খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল
বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ২ কর্মী নিহত
আমার ছেলে যেন এমনই সাধারণ থাকে: আসিফের বাবা
সর্বত্রই এই সরকারের পতনের আওয়াজ উঠেছে : রিজভী
শুধু দেশে নয়, দেশের বাইরে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পাড় থেকেও আওয়ামী লীগ সরকারের পতনের আওয়াজ উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন- জনগণের ক্ষমতা এখন পুলিশের কাছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। সেখান থেকে সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির একদফা আন্দোলন। সকাল থেকেই এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমরা মাত্র একটি দাবি, একটি প্রত্যয়, একটি অঙ্গীকার নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেটি হলো- এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ। তার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন- আমার-আপনার নিরাপত্তার জন্য, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি একদফার আন্দোলন করছে। সেই একদফা আন্দোলনের অংশ হিসেবে আজকের এই গণমিছিল। এই মিছিল থেকে আপনার গলার সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ তুলুন শেখ হাসিনার পদত্যাগের জন্য।
বিএনপির এই নেতা বলেন, আজকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিধ্বনি উঠেছে এই সরকারের পদত্যাগের জন্য। শুধু দেশে নয়, শুধু দেশে নয়, দেশের বাইরে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পাড় থেকেও আওয়ামী লীগ সরকারের পতনের আওয়াজ উঠেছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং তানভীর আহমেদ রবিন ও লিটন মাহমুদের যৌথ পরিচালনায় গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ নেতারা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।