সর্বদা মোদির সঙ্গে থাকার অঙ্গীকার নীতীশ কুমারের – দৈনিক গণঅধিকার

সর্বদা মোদির সঙ্গে থাকার অঙ্গীকার নীতীশ কুমারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:৩২
সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমার। শুক্রবার (৭ জুন) শুক্রবার বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ’র নবনির্বাচিত সংসদ সদস্যদের সভায় এ অঙ্গীকার করেন তিনি। সভায় তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জানুয়ারিতেই বিরোধী ইন্ডিয়া জোট থেকে বের হয়ে বিজেপির পক্ষে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ কুমার। সভায় একসময়ের মিত্র কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জন্য কোনও কাজই করেনি কংগ্রেস ও তার ইন্ডিয়া জোট। বারবার দল বদল করে ক্ষমতায় থাকা নীতীশ কুমার ভারতের রাজনীতিতে পল্টু কুমার নামেও পরিচিত। গত এক দশকে ৬ বার দল বদল করা নীতীশ এসময় সবসময় মোদির পাশে থাকার অঙ্গীকারও করেন। গত মঙ্গলবার দুপুরেই যখন স্পষ্ট হয়ে যায় যে, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে তখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি। লোকসভায় এই দুই দলের আসন যথাক্রমে ১২ ও ১৬। আর বিজেপি পেয়েছে ২৪০ আসন। সরকার গঠনে দরকার ২৭২ আসন। বিজেপির পক্ষ থেকেই নীতীশের সঙ্গে আগে যোগাযোগ করা হয়। আর বিজেপিকে সমর্থনের বিনিময়ে মোদির নতুন মন্ত্রিসভায় অন্তত দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আশা করছেন নীতীশ। ১৯৯৮-৯৯ সালে রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। আর সেটা না হলে আবারও পল্টি মারার ইঙ্গিতও দিয়েছেন তিনি। কারণ এনডিএ’র সংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লি যাবার পথে নাইডু তার অবস্থান পরিষ্কার করলেও, নীতীশ কুমার নীরব ছিলেন। বৃহস্পতিবার (৬ জুন) তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার পদ বণ্টন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। এই সময়ে নীতীশ কুমার বিজেপি নেতাদের একটি বিষয় মনে করিয়ে দিতে বলেন। নিতিশ কুমারকে আহ্বায়ক হিসেবে নামকরণে বিলম্বের কারণেই ইন্ডিয়া জোট থেকে বেড়িয়ে গিয়েছিলেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক