
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
সাকিব-তামিমের বন্ধুত্বে ফাটলের নেপথ্যে

বন্ধুত্ব বিষয়টিই ভিন্ন রকম। থাকে অনেক আবেগ, অভিমান, ভালোবাসা। একসময় সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্ব এমনই ছিল। তবে দিন যত গড়িয়েছে, সেই বন্ধুত্বে ফাটল ধরেছে। এখনতো দুই জনের মধ্যে কথাই বন্ধ! গত ওয়ানডে বিশ্বকাপের আগে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব অধিনায়কত্ব ছেড়ে দেয়া তামিমকে নিয়ে যেসব মন্তব্য করেছেন তা ছিল রীতিমত বিস্ময়কর।
প্রায় বছরখানেক আগের বিষয়টি আবারও ঘুরে ফিরে এসেছে বুধবার (১২ জুন)। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথার কারণেই সমর্থকদের কাছে তাদের সম্পর্কটা অনেক বেশি খারাপভাবে উপস্থাপিত হয়েছে।
সাকিবের এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং তাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র এসেছে বঙ্গ বিডিতে। তারই অংশবিশেষ নিয়ে বিশ্বকাপের এই সময়ে আসছে ‘বিশ্বকাপ স্পেশাল’। সেখানেই দুইজনের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন সাকিব, ‘কথা হতো না, এটা একদম ভুল। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না। আমি বিয়ে করলাম। সে (তামিম) বিয়ে করলো। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় থাকা—এভাবে (দুজনের) সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবেই ওই সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনও প্রয়োজন হতো, তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না।’
সাকিবের এই ইন্টারভিউর আগে বোর্ড প্রধান নাজমুল হাসান গত বছরের ফেব্রুয়ারিতে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক নেই। এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি, এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।’
বোর্ড সভাপতির এই বক্তব্যের কারণেই তাদের সম্পর্কের আরও অবনতি হয়েছে বলে দাবি সাকিবের, ‘পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য।’
এদিকে, ওয়ানডে বিশ্বকাপের আগে এমন ‘ভয়ঙ্কর’ সাক্ষাৎকার দেওয়ার কারণ কী ছিল, কাউকে কি কোন বার্তা দিতে চেয়েছিলেন আপনি? এমন প্রশ্নের জবাবে বামহাতি অলরাউন্ডার বলেছেন, ‘না, আমি কাউকে কোনও বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি। আমার কাছে মনে হয়েছিল বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া, যাতে করে মানুষ জানে কী হয়েছে এবং কী কারণে এমন পরিস্থিতি তৈরি হলো।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।