হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা – দৈনিক গণঅধিকার

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৪ | ১২:১২
আইপিএলে তৃতীয় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কলকাতা নাইট রাইডার্সের সামনে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠলো তারা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল শীর্ষ দুই দল। কিন্তু লড়াই এতটাই একপেশে হলো যে, মনে হচ্ছিল প্রথম আর তলানির দলের লড়াই। হায়দরাবাদ টস জিতে ব্যাটিং নিয়েছিল, ওই একটা জায়গাতেই এদিন জিতেছিল তারা। কলকাতা প্রথম বল থেকে শুরু করে শেষ বল পর্যন্ত দাপট দেখায়। আগে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে চার উইকেট হারায় হায়দরাবাদ। আইনরিখ ক্লাসেনকে নিয়ে রাহুল ত্রিপাঠী এই ধাক্কা সামলে নেন। তাদের ৩৭ বলে ৬২ রানের জুটি ভেঙে গেলে আবার নড়বড়ে হয়ে পড়ে ব্যাটিং লাইন। ক্লাসেন ২১ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রান করেন। রাহুল ৩৫ বলে ৭ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। ৫ উইকেটে ১২১ রান করা হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১২৬। সেখান থেকে আইপিএলে হায়দরাবাদের রেকর্ড দশম উইকেট জুটিতে স্কোর দেড়শ পার করেন প্যাট কামিন্স ও বিজয়কান্ত। ২১ বলে ৩৩ রান যোগ করেন তারা। ৩০ রান করেন কামিন্স, ৭ রান আসে বিজয়কান্তের ব্যাটে। ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হায়দরাবাদ। মিচেল স্টার্ক ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি পান বরুণ চক্রবর্ত্তী। লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই উদ্বোধনী জুটিতে ৪৪ রান তুলে বিদায় নেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তান ওপেনার ১৪ বলে দুটি করে চার-ছয়ে ২৩ রান করেন। সুনীল নারিন বড় স্কোর করতে ব্যর্থ হন। ১৬ বলে করেন ২১ রান। তারপর দুই আইয়ারের ঝড়ো ব্যাটিংয়ে ১৩.৪ ওভারে জিতে যায় কলকাতা। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৪৪ বলে ৯৭ রানের। ২৮ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ, ২৪ বল খেলে সমান বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৫৮ রানে অপরাজিত অধিনায়ক শ্রেয়াস। ২ উইকেটে ১৬৪ রান করে তারা। হায়দরাবাদের ফাইনালে খেলার আশা ফুরিয়ে যায়নি। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বুধবার এলিমিনিটেরে খেলবে। ওই ম্যাচ জয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে হায়দরাবাদ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা