২০২৫ সালেই মমতাকে উৎখাত করবেন অমিত শাহ! – দৈনিক গণঅধিকার

২০২৫ সালেই মমতাকে উৎখাত করবেন অমিত শাহ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ৫:১৬ 45 ভিউ
ভারতে ক্ষমতাসীন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুশিয়ার করে বলেছেন, ২০২৬ নয়, ২০২৫ সালেই বাংলা থেকে বিদায় নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল। এমনকি বিজেপির হাতেই ঘাসফুল শিবির উৎখাত হবে বলেও উল্লেখ করেন বিজেপির সাবেক সভাপতি। এনডিটিভি ও অন্য ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে এসে সিউড়ির সভায় দাঁড়িয়ে এমনই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই হুঙ্কারের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসক শিবির। এদিন অমিত শাহ বলেন, ২০২৫ সালেই তৃণমূলকে উৎখাত করতে হবে। অর্থাৎ ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার ফেলে দেওয়ার কথা বলেন তিনি। অমিত শাহ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে পরবর্তী মুখ্যমন্ত্রী হন। কিন্তু তেমনটা হতে দেওয়া হবে না। পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপির প্রতিনিধি। এদিকে ২০২৫ এর মধ্যে সরকার ফেলা দেওয়ার হুঙ্কারের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এর পেছনে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি (অমিত শাহ) একটি নির্বাচিত সরকার ফেলার চক্রান্ত করছেন। আসলে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। কারণ বাংলাবিরোধী যে চক্রান্ত চলছে, তার পেছনে যে তারাই আছে, তা আবারও প্রমাণ হল। এ ছাড়া গণতন্ত্রবিরোধী দাবির জন্য অমিত শাহকে তোপ দাগে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এর আগে গত বছর বঙ্গ বিজেপির পক্ষ থেকে বার বার ডিসেম্বর তত্ত্ব তুলে ধরা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার- প্রত্যেকেই দাবি করেছিলেন যে, ডিসেম্বরেই রাজ্যে বড় পরিবর্তন আসবে। কিন্তু সে দাবি ধোপে টেকেনি। Adver

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত নাকি কানাডা, কোন পক্ষে যুক্তরাষ্ট্র? ইউক্রেনের শান্তি পরিকল্পনা ‘অবাস্তব’: রাশিয়া নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নির্বাচনের সময় বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিনিধির অনুরোধ পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ২ ফিলিস্তিনি নিহত নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ এলপিজিতে ১০০-২০০ টাকা বেশি নেওয়ার খবর পাচ্ছি: প্রতিমন্ত্রী খননে গচ্চা ৭৬৩ কোটি টাকা ৪.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার মার্কিন ভিসানীতি প্রয়োগে তোলপাড় সর্বত্র চূড়ান্ত হিসাবে দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮ ভর্তি জটিলতায় পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা ব্যাটিংয়ে ব্যর্থ লিটন, মেজাজ হারিয়ে ভাঙলেন ব্যাট চাঁদে সূর্য উঠেছে তবুও ঘুম ভাঙছে না বিক্রম-প্রজ্ঞানের প্যারিসে শহিদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে সরকারই দায়ী: মির্জা ফখরুল ভয় দেখিয়ে লাভ নেই, ষড়যন্ত্র সফল হবে না: আ.লীগ ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি, সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ৩০০ জনের