অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার – দৈনিক গণঅধিকার

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৯:০৫
‘বেট উইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্লাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার হয়ে গেছে কোটি কোটি টাকা। প্লাটফর্মটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্লাটফর্ম ব্যবহার করে অর্থ পাচারের সঙ্গে জড়িত চার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সন্ধ্যায় এমন তথ্যের সত্যতা নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, সিআইডির সাইবার অপরাধ বিভাগের মনিটরিংয়ে ‘বেট উইন’ নামের একটি অনলাইন জুয়ার প্লাটফর্মের সন্ধান মিলে। প্লাটফর্মটি ব্যবহার করে অনলাইনে বেটিং বা জুয়া চলছিল। এমন তথ্যের সূত্রধরে গত ১৪ আগস্ট গভীর রাতে সিআইডি ঢাকার তেজগাঁও, বংশাল, লালবাগ ও মিরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হয় আরিফুল ইসলাম (২৫), আনোয়ার হোসেন (৩২), হারুন অর রশিদ (৩৭) ও ইমরান হোসাইন (২৯)। তাদের কাছে পাওয়া গেছে ১৩টি মোবাইল ফোন, ১৮টি সিমকার্ড, এজেন্ট সিমগুলোতে থাকা প্রায় ৭ লাখ সাড়ে ৬৭ হাজার টাকা, নগদ প্রায় দেড় লাখ টাকা। গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সুপার অ্যাডমিন কিংবা মাস্টার এডমিন নামে মূলত রাশিয়া থেকে সাইটটি নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে অনলাইন প্লাটফর্ম দেখভালের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসেবে বিশ্বস্তদের নিয়োগ দেন। গ্রেপ্তার চারজনই এজেন্ট। জুয়ার মূল চালকরা নিরাপদে থাকতে একটি স্তর তৈরি করে। সরাসরি নিজেরা এজেন্ট সিম ব্যবহার করে না। সম্রাট ও শাহীন রেজা নামের দুই জন আছে অনলাইন জুয়ার বাংলাদেশ শাখার কান্ট্রি ম্যানেজার। চক্রটি এজেন্ট সিম ব্যবহার করে সারা দেশে থেকে জুয়াড়িদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। পরে টাকা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে বিদেশে পাচার করে দেয়। প্রতি মাসে একজন এজেন্ট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন করে। কমিশন বাবদ টাকার একটা অংশ তারা পায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক