অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে মন্তব্য করায় রেস্তরাঁ মালিককে পেটালেন সোহম! – দৈনিক গণঅধিকার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে মন্তব্য করায় রেস্তরাঁ মালিককে পেটালেন সোহম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ৫:২৭
অভিনয় করতে গিয়ে কানে এসেছিল তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে মন্তব্য। আর স্থির থাকতে পারেননি দলটির তারকা নেতা সোহম চক্রবর্তী। একটি রেস্তরাঁয় শুটিংয়ের মাঝেই ঝগড়ায় জড়িয়ে পড়লেন তিনি। এমনকি সেই রেস্তরাঁর মালিকের সঙ্গে মারাত্মক হাতাহাতিও হয় অভিনেতার। সোহম নিজেও তা স্বীকার করেছেন। খবর একাধিক ভারতীয় গণমাধ্যমে। এরপর অবশ্য সোহমের শুটিং আর এগোয়নি। ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তিনি। শুক্রবার ৭ জুন) কলকাতার নিউটাউনে একটি রেস্তরাঁয় এ ঘটনা ঘটে। জানা যায়, ভাড়া নিয়ে রেস্তরাঁটির দোতলায় একটি সিনেমার শুটিং চলছিল। সন্ধ্যায় রেস্তরাঁ মালিক এসে দেখেন, সামনে একটি সাদা রঙের গাড়ি রাখা। তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গাড়িটি ছিল সোহমের। নিরাপত্তারক্ষীরা তা জানানোর পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই রেস্তরাঁ মালিক। এ সময় রেস্তরাঁর দোতলায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহম। বাইরে চিৎকার-চেঁচামেচি শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। ওই রেস্তরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিনেতা নাকি সোজা মারধর শুরু করেন! খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ঘটনায় সোহম বলেন, ‘রেস্টুরেন্ট মালিক নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয়েছিলেন। সেই বিবাদ থামাতে গেলে তিনি আমাকে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। গালিগালাজও করেন। পুলিশকে ডেকে রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’ এদিকে রেস্তরাঁ মালিকের পাল্টা অভিযোগ, ‘বেআইনিভাবে পার্কিং নিয়ে সমস্যা শুরু হয়। সোহম রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ঝগড়ার সময় সোহম রেস্তরাঁর কর্মচারীদের মারধর করেছেন।’ শুটিংয়ের মাঝে এমন ঘটনায় ছুটে গিয়েছিল থানা পুলিশ। তাঁরা অভিযুক্ত রেস্তরা মালিককে আটক করেছে। এরপর শুটিং বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান সোহম। তবে এ ঘটনায় শনিবার (৮ জুন) দুপুরে ক্ষমা চেয়েছেন অভিনেতা-বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাজ করা উচিত হয়নি বলে মন্তব্য তাঁর। সোহম বলেন, ‌‘আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা