‘আমি একজন মেয়ে, কিন্তু ছেলেদের উপর কোনও আকর্ষণ বোধ করি না’ – দৈনিক গণঅধিকার

‘আমি একজন মেয়ে, কিন্তু ছেলেদের উপর কোনও আকর্ষণ বোধ করি না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ৪:০২
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। আমি একজন মেয়ে, কিন্তু ছেলেদের উপর কোনও আকর্ষণ বোধ করি না। আমার সমবয়সীরা সবাই প্রেম করে বা বিয়ে করে ফেলেছে। কিন্তু আমি ছেলেদের উপর কোনও ধরনের আকর্ষণই বোধ করি না। এমন না যে মেয়েদের উপর আকর্ষণ বোধ করি। কারোর উপরেই আমার কোনও আকর্ষণ নেই। এটা কি স্বাভাবিক? উত্তর: প্রকৃতিতে যা কিছু ঘটে তা সবই স্বাভাবিক অর্থাৎ প্রাকৃতিক। আমরা মাতৃগর্ভে থাকা অবস্থাতেই আমাদের সেক্সচুয়াল ওরিয়েন্টেশন নির্ধারিত হয়ে যায়। এই ওরিয়েন্টেশন অনুযায়ী কেউ হয় হেটারো সেক্সচুয়াল কেউ হয় হোমোসেক্সুয়াল কেউ হয় ট্রান্সজেন্ডার কেউ হয় কিছুটা হেটারো সেক্সচুয়াল কিছুটা হোমোসেকচুয়াল। এর মাত্রা বিভিন্ন রকম হতে পারে। আবার আপনার মতো কেউ কেউ এ সেক্সুয়ালও হতে পারে যার কোনও লিঙ্গের প্রতি আকর্ষণ নেই। তবে আপনার ভেতরে অন্য জেন্ডারের প্রতি, সেটা নিজ বা বিপরীত যেটাই হোক না কেন, আকর্ষণ আছে কিনা সেটা হয়তো এই মুহূর্তে বোঝা নাও যেতে পারে। সেটা সুপ্ত অবস্থাতেও থাকতে পারে হয়তো আরও কিছুদিন বা কিছু বছর পর সেটা প্রকাশিত হবে। আবার অনেকের ভেতরে অন্য কোনও কিছুর প্রতি আকর্ষণ যৌন আকর্ষণের চাইতেও তীব্র হতে পারে। যেমন যারা স্যাপিওসেক্সুযাল তাদের জ্ঞানের প্রতি আকর্ষণ যৌন আকর্ষণের চাইতেও বেশি। আপনার ক্ষেত্রে আমার পরামর্শ হলো এসব নিয়ে মাথা না ঘামিয়ে আপনার পড়াশুনা বা অন্যান্য পেশাগত, সামাজিক ও পারিবারিক দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে থাকুন। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের জন্য রেখে দেওয়াটাই সর্বোত্তম। আপনার লেখা পড়ে বোঝা যায় আপনি প্রখর বুদ্দিদীপ্ত একজন মানুষ। সুতরাং নিজের বুদ্ধির উপর আস্থা রাখুন। সবসময় হৃদয় যেটা বলে সেটা করার চেষ্টা করুন। প্রশ্ন: আমার বয়স ৩০ বছর, বিবাহিত। স্ত্রী আমাকে একদমই সম্মান করে না। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। স্ত্রীর পরিবার আমাদের থেকে আর্থিকভাবে সচ্ছল। এটা একটা কারণ হতে পারে। এছাড়া স্ত্রী সবকিছু নিয়েই বড়াই করতে থাকে। কিছু হলেই বলে ইচ্ছা না হলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাও। আমি ক্লান্ত হয়ে পড়েছি। কীভাবে স্ত্রীকে সঠিক বুঝ দেব? উত্তর: আপনার স্ত্রীর চিন্তাভাবনা এবং বুদ্ধিবিবেচনা অত্যন্ত অপরিণত বলেই উনি এ ধরনের কথা বলেন। উনার আত্মমর্যাদাবোধের অভাব আছে বলেই উনি নিজের ভেতরকার দুর্বলতা অন্যদের কাছে প্রকাশিত হয়ে যেতে পারে এই ভয়ে সবসময় বিচলিত থাকেন এবং অন্যরা তার দুর্বলতা বুঝে ওঠার আগেই অন্যদেরকেই মানসিকভাবে আঘাত করতে চান। এ ধরনের মানসিকতার জন্য তার উপর বিরক্ত না হয়ে বা তার উপর রাগ না করে তাকে মমতার সাথে দেখুন এবং তার আচরণকে একটি শিশুর আচরণ হিসেবে মনে করুন। যখন উনি বুঝবেন যে, আপনি উনার ভেতরের দুর্বলতা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না তখন আপনার প্রতি উনার আচরণেও পরিবর্তন আসবে। তবে এজন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার লেখা থেকে বোঝা যায়, আপনি যথেষ্ট ধৈর্যশীল এবং আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। সুতরাং আপনার প্রতি উনার আচরণে পরিবর্তন আসাটাই অবশ্যম্ভাবী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা