
নিউজ ডেক্স
আরও খবর

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে

নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত

জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু : ফখরুল

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: রাজশাহীতে মেজর হাফিজ

মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্যাডঃ এহান উদ্দিন মনা
আ.লীগের শনিবারের সমাবেশ স্থগিত, সিদ্ধান্ত নেয়নি যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

বিএনপির অবস্থান কর্মসূচির বিপরীতে রাজধানীর প্রবেশদ্বারে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা মেনে সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে শনিবার রাজধানীর প্রবেশদ্বার এবং দলীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনগুলো। এদিকে ঘোষিত কর্মসূচি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছিলেন, বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে শনিবার সকাল ১০টা থেকে ঢাকার প্রবেশমুখে ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তবে ডিএমপির নির্দেশনার পরে রাতে রিয়াজ জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখবো। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ গাবতলী এলাকায় শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছিলেন উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী। তিনিও রাতে জানান, সমাবেশ নয়, আজ তাদের সতর্ক অবস্থান কর্মসূচি থাকবে।
এদিকে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের প্রবেশপথ- আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ ঘোষণা দিয়েছে যুবলীগ।
ডিএমপির নির্দেশনার পরে কর্মসূচি পরিবর্তন করা হয়েছে কীনা জানতে চাইলে সংগঠনটির দপ্তর থেকে জানানো হয়- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে স্বেচ্ছাসেবক লীগও আমিনবাজার, গাবতলী, টঙ্গী আবদুল্লাহপুর শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। রাতে কর্মসূচি পরিবর্তন বা স্থগিতের নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তাদের পক্ষ থেকেও।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।