একুশের বইমেলা মানব মিলন উৎসব – দৈনিক গণঅধিকার

একুশের বইমেলা মানব মিলন উৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৫৯
একুশের বইমেলা ‘মানব মিলন উৎসব’। এ উৎসবের মধ্য দিয়ে আমরা নবায়িত হই। বইমেলাকে কেন্দ্র করে আমাদের মিলনমেলা স্বজন সম্পর্কের বোধকে সজীব রাখে। মেলা থেকে আমরা কেবল বই নিয়ে ঘরে ফিরি না, ফিরি পরস্পর সাহচর্যের স্মৃতি নিয়ে, বন্ধুত্ব এবং ভালোবাসার উষ্ণ অনুভূতি নিয়ে, যা কিনা অর্থ দিয়ে ক্রয় করা যায় না। অস্ত্র দিয়ে পাওয়া যায় না, এমনকি স্বার্থ দিয়েও মেলে না-মেলে কেবল ভালোবাসা দিয়ে। বইমেলা থেকে আমরা ফিরি মানব সম্পর্ক নিয়ে, মানবিক অনুভূতি নিয়ে। যে কারণে বইমেলাকে আমি বলি ‘মানব মিলন উৎসব।’ একুশের বইমেলা নিয়ে এটাই আমার একান্ত নিজস্ব অনুভূতি। আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন একটি স্বাধীন স্বপ্নের স্বদেশভূমির জন্য। স্বপ্নের সেই স্বাধীন স্বদেশ অর্জনের লড়াই ছিল সুদীর্ঘ সময়ের। দুই শ বছরের পরাধীনতার শৃঙ্খলমুক্তির সে লড়াইয়ে হাসিমুখে ফাঁসিকাষ্ঠে প্রাণোৎসর্গ করেছেন এ দেশের সূর্যসন্তান ক্ষুদিরাম। লড়েছেন তিতুমীর, হাজী শরীয়ত উল্লাহ, ঈশা খাঁ। লড়েছেন এ ভূমির সন্তান মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা, বিনয় বাদল, দীনেশ আরও কত উজ্জ্বল প্রাণ-যারা বাংলার আকাশে দেদীপ্যমান এক একটি নক্ষত্রের সমান। সেই নক্ষত্রলোকে ১৯৫২-এর দারুণ দুঃসময়ে দুরন্ত সাহসে মায়ের ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গ করে রফিক, সালাম, বরকত, জব্বার লিখেছেন তাদের নাম। রবীন্দ্রনাথের একটি কবিতায় আছে-‘হে মোর চিত্ত, পুণ্য তীর্থ জাগোরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।’ মহামানবের এ সাগরতীরে আমাদের মুক্তিযোদ্ধারা এক সাগর রক্তের বিনিময়ে আমাদের একটি স্বাধীন স্বদেশভূমি দিয়ে গেছেন। আমাদের এ অর্জনের পেছনে সাহসের সূচনাবিন্দু ছিল একুশে ফেব্রুয়ারির নক্ষত্রেরা। একুশের বইমেলার ‘মানব মিলন উৎসবে’ আমরা তাদের সেই আত্মত্যাগের মহত্তম দেশপ্রেম, মানবপ্রেমের সর্বজনীন সত্যকে উপলব্ধি করি, নবায়িত করি আমাদের জীবনে। ২. বাংলাদেশ একটি অহংকারের নাম। যে অহংকার অস্ত্রের, অর্থের, বিত্তের কিংবা আধিপত্যের অহংকার নয়। সে অহংকার সর্বজনীন মানবতার অহংকার। আমাদের একুশের চেতনা, আমাদের মুক্তযুদ্ধের চেতনা-সেই মানবিকতার অহংকারকেই ধারণ করে। আমাদের আরেক কবি বলেন, ‘আমরা আবহমান ধ্বংস ও নির্মাণে’-আমরা সমস্ত অশুভের বিপরীতে কল্যাণের পক্ষে। আমরা ধ্বংস চাই অমানবিকতার, নির্মাণ চাই মানবতার। একুশের বইমেলা আমাদের সেই বোধকে জাগিয়ে রাখে নিরন্তর। একুশে ফেব্রুয়ারি আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-পৃথিবীব্যাপী পালিত ‘ভাষা দিবস’। পৃথিবীর সব ভাষার মানুষের অহংকার গর্ব এবং স্বাতন্ত্র্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার দিন। তাই একুশে ফেব্রুয়ারি পৃথিবীব্যাপী পালিত মানব মিলনের উৎসবেরও দিন। আমাদের এ উৎসবের দিনটি একদিন ‘মানবমুক্তির উৎসব’-এর দিন হিসাবে উদ্যাপিত হবে-এটাই আমার দৃঢ়বিশ্বাস। অনুলিখন : শুচি সৈয়দ

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা