কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

তৌফিক হাসান তানজীম, কুষ্টিয়া
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:৫২
কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে পৌর চত্বরে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, অ্যাডভোকেট হাফিজুর রহমান, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি এবং রাসেল পারভেজ। আলোচনায় অ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া পৌরসভা দেশের অন্যতম প্রাচীন পৌরসভা, যার বয়স দেড়শ বছরেরও বেশি। এটি 'ক' শ্রেণির পৌরসভা। দেশের অনেক ‘ক’ শ্রেণির পৌরসভা ইতোমধ্যে সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে, অথচ কুষ্টিয়া এখনও সেই স্বীকৃতি পায়নি।” তিনি আরও বলেন, “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে ৮টি শর্ত পূরণের কথা বলা হয়েছে, যার সবগুলোই কুষ্টিয়া পৌরসভা পূরণ করে। এখানে রয়েছে মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিল্প-কারখানা, যেমন কুষ্টিয়া চিনিকল ও বিআরবি গ্রুপ, সেতু ও অবকাঠামো সুবিধা এবং প্রায় ৩৯ হাজার হোল্ডিংসহ ৪৩ বর্গকিলোমিটার আয়তন।” তিনি বলেন, “আমরা কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।” মানববন্ধনে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্যবৃন্দ, সমাজসেবী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে পৌর নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য পৌর চত্বরে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা গোসলে নেমে নিখোঁজ, সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায় কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্য‌াডঃ এহান উদ্দিন মনা কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই