
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া ঋণ নথি তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২ কোটি ২ লাখ ৪৭ হাজার টাকার ঋণ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বুধবার রাতে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলা শাখার সাবেক পরিদর্শক রেজাউল হক, মুর্তজা আলী ও গোলাম গাউস এবং সাবেক ব্যবস্থাপক মইনুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, সিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেনকে। তাঁদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এজাহারে বলা হয়, বিধিবিধান ও জেনারেল ব্যাংকিং ম্যানুয়াল লঙ্ঘন করে কৃষি ব্যাংকের রাজবাড়ী শাখায় ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে ৩৪৬টি ঋণ নথি বানানো হয়। এর বিপরীতে ২ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা ঋণ দেওয়ার সুপারিশ করে ঋণ নথি ব্যবস্থাপকের মাধ্যমে মঞ্জুর করে বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে তোলা হয়।
দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বলেন, ভুয়া ঋণ নথি তৈরি করে আসামিরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।