থাপ্পড় কান্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক! – দৈনিক গণঅধিকার

থাপ্পড় কান্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ৯:৫৯
বরাবরই তিনি বিতর্কের রানি হয়ে বলিউড জমিয়ে রেখেছেন। শুরুটা হয়েছিল হৃতিক রোশনের সঙ্গে প্রেমের দাবি তুলে। সেই প্রেম বিতর্কে হৃতিক রোশন অনেকটাই নাজেহাল হয়েছেন। নায়িকার সঙ্গে ঘটিয়েছেন প্রফেশনাল সম্পর্কের ইতি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এরপর অবশ্য কঙ্গনার বিতর্ক মন্তব্য ক্রমশ ছড়িয়েছে সমাজ, ধর্ম, রাজনীতি, স্বজনপ্রীতিসহ নানা বিষয়ে। সদ্য সমাপ্ত ভারতের নির্বাচনেও সবচেয়ে বড় শিরোনাম কিংবা বিতর্কের রানি হয়ে ধরা দিলেন এই বলিউড কুইন! প্রথমবার সংসদ সদস্য হিসেবে বিজয় ঘরে তুলেও ফিরতি পথে বিমানবন্দরে চড় খেয়ে বসলেন এক নিরাপত্তার কাজে নিয়োজিত জওয়ানের হাতে। সেই চড়কাণ্ডে বলিউড টু দিল্লি নড়েচড়ে বসেছিল। কঙ্গনার পক্ষে-বিপক্ষে উঠেছিল নানা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার ঝড়ে কঙ্গনার পাশে সব অভিমান-ক্ষোভ ভুলে অনেকটা নীরবে দাঁড়িয়ে গেলেন প্রাক্তন প্রেমিক হৃতিক! কঙ্গনা অবশ্য এখন শুধুই অভিনেত্রী নন, ভারতের মান্ডির সংসদ সদস্য। আর তাই কি পুরনো দ্বন্দ্ব ভুলে চড়কাণ্ডে ‘কুইন’-এর পাশে দাঁড়ালেন বলিউডের ‘গ্রিক গড’! এমনই প্রশ্ন এখন ভাসছে অন্তর্জালে। সাংবাদিক ফায়ে ডি’সুজা নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিমানবন্দরে সংসদ সদস্য কঙ্গনাকে চড় মারার পরিপ্রেক্ষিতে বলছি, হিংসা কখনোই উত্তর হতে পারে না। বিশেষ করে আমাদের দেশে তো নয়ই, যেখানে গান্ধীর অহিংসার আদর্শ রয়েছে। কারও মতামত এবং বিবৃতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতেই পারে, তবে সহিংসতার পথে আমরা তার প্রতিক্রিয়া জানাতে পারি না। এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কারণ, এটা বিপজ্জনক। নিরাপত্তার ইউনিফর্ম পরে কেউ কীভাবে সহিংসতার পথে প্রতিক্রিয়া দেখাতে পারেন! ভাবুন তো, গত দশ বছরে আমরা যারা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি তারা যদি বিমানবন্দরে সেই ক্ষমতার সঙ্গে একমত কনস্টেবলদের দ্বারা আক্রান্ত হই!’ সাংবাদিক ফায়ে ডি’সুজার এই পোস্টে লাইক দিয়েছেন হৃতিক রোশন। পুরনো তিক্ততা ভুলে হৃতিকের এভাবে কঙ্গনার পাশে দাঁড়ানোয় অবাক নেটাগরিকরা। তবে শুধু হৃতিক রোশনই নন, ‘বলিউড মাফিয়া’ করণ জোহর শিবিরের সদস্য বলে কঙ্গনা যাকে বারবার আক্রমণ করেছেন, সেই আলিয়া ভাটও এই পোস্টে লাইক দিয়েছেন। এদিকে কঙ্গনাকে চড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগেই তার পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, অনুপম খের, শেখর সুমনরা। বলা ভালো, ব্লকবাস্টার ছবি ‘কৃষ-৩’ ও ‘কাইট’-এর মতো ছবিতে হৃতিক রোশনের সঙ্গে কাজ করেছেন কঙ্গনা। সেসময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সে প্রেমের কথা কোনোদিনই মনে নেননি হৃতিক। তবে কঙ্গনার দাবি ছিল, হৃতিক তার সঙ্গে সম্পর্কে ছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা