
নিউজ ডেক্স
আরও খবর

ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে

অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার

সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে

স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র্যাব

পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা যাচ্ছে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন
দুর্গাপুরে বাবার বয়স ৭০ ছেলের ১০৫!

নেত্রকোনার দুর্গাপুরে বাবার চেয়ে ৩৪ বছর বেশি বয়স দেখানো হয়েছে ছেলের! জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ওই ছেলেকে। ভুক্তভোগীরা হলেন-জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নিলাখালী গ্রামের বাসিন্দা বাবা মুসলেম উদ্দীন ও ছেলে মঞ্জুরুল হক।
জানা যায়, জাতীয় পরিচয়পত্রে বাবা মুসলেম উদ্দীনের জন্ম তারিখ ১৯৫২ সালের ১৭ অক্টোবর আর ছেলে মঞ্জুরুল হকের জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯১৮ সালের ২ ফেব্র“য়ারি। সেই হিসাবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার বর্তমান বয়স ৭০ বছর আর ছেলের ১০৫ বছর। ফলে বাবার চেয়ে ৩৪ বছর ৮ মাস ১৫ দিন বেশি বয়স ছেলের।
ভুক্তভোগী ছেলে মঞ্জুরুল হক বলেন, ‘লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি নাই। ডিজিটাল আইডি কার্ড অনেক আগেই পাইছি; কিন্তু এই সমস্যা বুঝিনি। এক মাস আগে এনজিও (ব্র্যাক) থেকে একটি ঋণ তুলতে গেলে এই বয়সের সমস্যা ধরা পড়ে। ভাবছি পরে ঠিক করে নেব। বাড়িতে ঘর তুলে ধারদেনা হয়ে গেছে, তাই চিন্তা করেছিলাম ব্র্যাক থেকে ঋণ নিয়ে সেগুলো পরিশোধ করব। এখন আমি ঋণ তুলতে পারিনি।’
দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, ‘উপজেলায় (ক) ক্যাটাগরির ভুল সংশোধন করা যায়, তবে এটি বয়স সংশোধনের বিষয়, এজন্য (গ) ক্যাটাগরির আবেদন করলে ময়মনসিংহ বিভাগীয় অফিস দেখবে এবং ভুল সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।