
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে: জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, ষড়যন্ত্র চক্রান্ত আর বড় বড় বুলির মায়াজাল সৃষ্টি করে এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। কারণ জনগণের ললাটে একটি বিষাক্ত কাঁটার নাম আওয়ামী লীগ। সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ কোনো নীলনকশার ফাঁদে পা দিবে না।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনের জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি মিথ্যা মামলা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ক্ষমতাসীনদের নোংরামি চক্রান্তের প্রতিবাদে এ সভার আয়োজন করে জাগপা।
খন্দকার লুৎফর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা মামলা খেলা বন্ধ করুন। তিনি হলেন এই জাতির একজন সূর্য সন্তান। শত বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তারা লজ্জিত হবে এই ভেবে যে, এমন একজন বরেণ্য মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করছে। ওনার বিরুদ্ধে সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তিনি টাকায় বিক্রি হওয়ার নেতা নয়। ক্ষমতাসীন আওয়ামী সরকার যে ধরনের নোংরামি চক্রান্তে মেতে উঠেছেন। বাংলার জনগণ বুঝে গেছে এই আওয়ামী সরকার পচন শুরু হয়ে গেছে বলেই তারা উল্টা পাল্টা চক্রান্ত শুরু করেছে। তাই সরকারের বুঝা উচিত তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে ভাবনা-চিন্তা করা উচিত।
সভায় বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, জাগপা নেতা আবু রায়হান, যুব জাগপার মীর আমির হোসেন আমু, আব্দুল মালেক, জাগপা ছাত্রলীগের জাহিদুল ইসলাম, মাইনুল হক প্রমুখ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।