পাঙ্গাসের দাম ১৭ হাজার ২৫০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ; যার দাম ১৭ হাজার ২৫০ টাকা। রোববার বিকাল ৪টার দিকে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় রোববার বিকাল ৪টার দিকে এক জেলের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস ধরা পড়ে। বিষয়টি শুনে আমি দৌলতদিয়ার রওশন মোল্লার মাছের আড়তে যাই। সেখানে গিয়ে পাঙ্গাস মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেই। পরে মোবাইল ফোনের মাধ্যমে ভাঙ্গার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।