প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখবে এই ৮ গাছ – দৈনিক গণঅধিকার

প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখবে এই ৮ গাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৩:০৮
গ্রীষ্মের অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা এখন। জানাল খোলা রাখলেও যেন গরম বাতাস এসে ক্লান্ত করে দিচ্ছে শরীর। এমন গরম আবহাওয়ায় প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখতে চাইলে পরিবেশবান্ধব উপায় বেছে নিতে পারেন। ঘরকে ঠান্ডা রাখতে গাছের জুড়ি নেই। নাসার আর্থ সায়েন্স স্টাডি অনুসারে, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। ঘরে যত গাছ রাখবেন, তত ঠান্ডা থাকবে ঘর। গাছ তাদের পাতা থেকে বাতাসে অতিরিক্ত পানি ছেড়ে দেয় এবং বাষ্পীভূত পানি ছেড়ে দিয়ে নিজেদের এবং আশেপাশের পরিবেশকে শীতল করে। চলছে বৃক্ষমেলা। সময় করে চলে যেতে পারেন মেলায়। ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে চাইলে কিছু গাছ কিনে নিয়ে আসুন। জেনে নিন কোন কোন গাছ ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে সহায়তা করে। ঘরে আর্দ্রতা উন্নত করার পাশাপাশি শীতল প্রভাব ফেলে রাবার প্ল্যান্ট। গাছটির পাতা যত বেশি এবং যত বড় হবে, তত বেশি আর্দ্রতা বাতাসে ফিরে আসবে। এই গাছটি তার শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে এবং তারপর পাতা বা পাতার নীচে অবস্থিত ছিদ্রগুলোর মাধ্যমে আর্দ্রতা ছেড়ে দেয়। চাইনিজ এভারগ্রিন বাতাসে থাকা বিষাক্ত পদার্থগুলোকে বিশুদ্ধ করে। এটির উচ্চ শ্বাস-প্রশ্বাসের হারও রয়েছে যা চারপাশের বাতাসকে আর্দ্র করতে সাহায্য করে। ঘরের সৌন্দর্য বাড়াতে এরিকা পামের জুড়ি নেই। এছাড়া ফার্ন পাম, লিভিস্টোনা, ফিশটেল পাম এবং লেডি পামের মতো গাছ ঘরে রাখতে পারেন নিশ্চিন্তে। পাতার উপরিভাগ যত বড় হবে, তত বেশি অক্সিজেন উৎপন্ন করতে পারবে। লকলকিয়ে বেড়ে ওঠা স্নেক প্ল্যান্ট ঘরে রাখার জন্য চমৎকার গাছ। এই গাছে পানির পরিমাণ বেশি থাকে। বাতাসে শীতল বাষ্পীভূত আর্দ্রতা ছেড়ে দেয় স্নেক প্ল্যান্ট। এটি অক্সিজেনও দেয়, সেইসাথে গ্রীষ্মের গরমে আপনাকে ঠান্ডা রাখে। বাতাস থেকে বিষাক্ত পদার্থ অপসারণের জন্যও পরিচিত স্নেক প্ল্যান্ট। ঘরের বাতাস ঠান্ডা রাখে চাইনিজ এভারগ্রিন। ছবি- সংগৃহীত ঘরের বাতাস ঠান্ডা রাখে চাইনিজ এভারগ্রিন। ছবি- সংগৃহীত ত্বক শীতল রাখতে অ্যালোভেরার জুড়ি নেই। ত্বকের পাশাপাশি ঘরের পরিবেশও ঠান্ডা রাখে উপকারী এই গাছ। রাতে অক্সিজেন ছেড়ে ঘর শীতল রাখে অ্যালোভেরা। খুব বেশি যত্নেরও প্রয়োজন নেই গাছটির। ফার্ন ধরনের গাছ রাখতে পারেন জানালার কাছাকাছি। বাতাসে থাকা রাসায়নিক ও বিষাক্ত পদার্থ দূর করে ঘরকে প্রাকৃতিকভাবে শীতল রাখে ফার্ন। স্পাইডার প্ল্যান্টও ইনডোর প্ল্যান্ট হিসেবে হতে পারে চমৎকার। ঘরের পরিবেশ স্বস্তিদায়ক রাখে মাকড়সার মতো দেখতে এই গাছ। সাদা ফুলের পিস লিলি গাছ দেখতে যেমন সুন্দর, তেমনি ঘরের আর্দ্রতা ধরে রাখতেও অতুলনীয়। এর চকচকে বড় পাতা পানি ছেড়ে দেয় বাতাসে ও ঘরের বাতাস শীতল রাখে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হাউস বিউটিফুল

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক