বড় মনির কাছে সন্তানের পিতৃপরিচয় দাবি তরুণীর – দৈনিক গণঅধিকার

বড় মনির কাছে সন্তানের পিতৃপরিচয় দাবি তরুণীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৮:০৮
ধর্ষণ মামলা করার পর টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ওরফে ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনির কাছে এবার সন্তানের পিতৃপরিচয় দাবি করেছেন মির্জা তাসনিম আফরোজ এশা। ওই তরুণীর অভিযোগ, ধর্ষণ মামলা করার পর থেকে নানাভাবে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন সন্তানের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করছেন তিনি। কিন্তু বড় মনির প্রভাব খাটিয়ে এই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে ফেলতে পারেন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্তানসহ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এশা। এ সময় তাঁর ফুফুও উপস্থিত ছিলেন। এশার দাবি, বড় মনি ও এমপি ছোট মনি তাঁকে বিভিন্ন প্রলোভন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁকে ফ্ল্যাট, টাকা দিতে চাচ্ছেন। এখন বড় মনি তাঁকে বিয়ে করতে চান, কিন্তু তিনি রাজি না। তিনি এখন শুধু সন্তানের অধিকার চান। এশা বলেন, বড় মনি আমার সম্পত্তির সমস্যা সমাধান করে দেবে বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং বিভিন্ন রকমের ছবি তোলে। ধর্ষণের বিষয় প্রকাশ করতে নিষেধ করে। প্রকাশ করলে আমাকে মেরে ফেলবে বলে হুমকিও দেয়। এরপর সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে বড় মনি আরও কয়েকবার আমাকে ধর্ষণ করে। আমার গর্ভে সন্তান এলে বাচ্চা নষ্ট করে ফেলার জন্য সে চাপ ও হুমকি দিতে থাকে। পরে বড় মনি গর্ভের বাচ্চার বিষয় অস্বীকার করে আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। এ বিষয়ে আমি মামলা করার জন্য টাঙ্গাইল সদর থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর পুলিশ মামলা নিতে বাধ্য হয়। মামলার পরও আসামি বড় মনি প্রকাশ্যে ঘোরাফেরা করেছে অভিযোগ করে এশা বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। পুলিশ আমাকে সহযোগিতার বদলে বিভিন্ন সময় হয়রানি করেছে। এ বিষয়ে বড় মনির বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলে সে বলে, ‘আমার নামে ভালো করে লেখেন।’ টাঙ্গাইল জেলা প্রতিনিধিকে ফোন করতে বলে সে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা