ব্রেক-আপের পথে হাঁটছেন মালাইকা-অর্জুন! – দৈনিক গণঅধিকার

ব্রেক-আপের পথে হাঁটছেন মালাইকা-অর্জুন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৩ | ৬:১৮
কদিন আগেও শোনা যাচ্ছিল, নভেম্বর-ডিসেম্বরে বিয়ে। এ বছর শীতে ঘর বাঁধবেন দুজনে। প্রথম দিকে লুকোচুরি থাকলেও পরে নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেন এ জুটি। প্যারিসের রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ কিংবা সুইমিংপুল সব জায়গাতেই একসঙ্গে দেখা যেতো অর্জুন কাপুর আর মালাইকা অরোরাকে। অবশেষে সেই প্রেমে বিচ্ছেদের সুর বাজছে। তারা ইতি টানছেন পাঁচ বছরের সম্পর্কে! কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে আছেন অর্জুন কাপুর। অর্জুন একা একাই ঘুরছেন, ফিরছেন, রেস্তোরাঁয় যাচ্ছেন। আর ছবি দিচ্ছেন একা একাই। দুজনকে একসঙ্গে কোনো আয়োজনে দেখা যাচ্ছে না, বরং যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টি নাকি এড়িয়ে চলছেন অর্জুন। অর্জুন যেখানে যাচ্ছেন, মালাইকাও সেখান থেকে দূরে থাকছেন। এসব খবর টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুধু তা–ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েক সপ্তাহ ধরে তার কোনো চিহ্ন নেই। অর্জুন কাপুর দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটিতে দেখা যাচ্ছে সুইমিংপুলে পোজ দিচ্ছেন তিনি। অদূরে রাখা সানগ্লাস। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উষ্ণতার আগে শীতলতার প্রয়োজন।’ অন্য ছবিতে হাসিমুখে ল্যাপটপে চোখ রাখতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। খালি গায়ে খাবার উপভোগ করছেন এই তারকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনটা ছোট, ছুটির দিনগুলো বড় করে নাও।’ এসব দেখে নেটিজনরা বলছেন, একা জীবন বেশ উপভোগ করছেন অর্জুন, তা স্পষ্ট। এদিকে সম্প্রতি এপি ঢিল্লোর পার্টিতে আলাদা দেখা গিয়েছে মালাইকাকেও। মালাইকার অ্যাপার্টমেন্টের পাশেই গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমের ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন কাপুর। ২০ কোটি রুপিতে কেনা সেই ফ্ল্যাটও ১৬ কোটি রুপিতে বিক্রি করে দিলেন অর্জুন। এটা নাকি মালাইকার কারণেই করতে বাধ্য হয়েছেন। শোনা যাচ্ছে, দুজনের সম্পর্কে তিক্ততা এসেছে। মালাইকা-অর্জুনের বিচ্ছেদ, গুঞ্জন না সত্যি- এটা এখনো নিশ্চিত করে বলেনি কেউ। তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মালাইকার থেকে অর্জুন ১২ বছরের ছোট। অসম প্রেম নিয়ে অর্জুন আর মালাইকাকে হরহামেশাই নেট দুনিয়ায় নানাভাবে কটাক্ষের শিকার হতে হয়। অনেকেই বলেন, অর্জুনের সঙ্গে সম্পর্কই আরবাজ খানের সঙ্গে মালাইকার ১৯ বছর দাম্পত্যজীবনের পর বিচ্ছেদের কারণ। ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অবশ্য মালাইকা বলেছেন, তারা বিবাহিত জীবনে সুখী ছিলেন না। এটাই সম্পর্কের ইতি টানার জন্য যথেষ্ট। তবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। কারণ যা-ই হোক না কেন, সবাই আঙুল তুলবে তার দিকেই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা