ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩ – দৈনিক গণঅধিকার

ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ৮:৪৯
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ফের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জব্দকৃত স্বর্ণের ওজন ৩.৪ কেজি, আনুমানিক বাজার মূল্য ২.৪৮ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩.৪৮ কোটি টাকা)। শনিবার (২২ জুন) বিএসএফের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত নদীয়া জেলার বর্নবেড়িয়া সীমান্ত চৌকি এলাকা থেকে ৮ ব্যাটালিয়নের জওয়ানরা এই স্বর্ণের চোরাচালান জব্দ করে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই সীমান্ত চৌকির অন্তর্গত কুলগাছি এলাকায় বিএসএফ জওয়ানরা সতর্ক অবস্থান নেয়। সন্দেহভাজন চোরাকারবারিরা স্বর্ণের বার বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে যাচ্ছিল তখনই হাতেনাতে তাদের ধরে ফেলে। বিএসএফ জানিয়েছে, স্বর্ণের চোরাচালান হস্তান্তর করার সময় ২টি বাইক এবং ১ টি দেশীয় তৈরি ভ্যানসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এরপর বিএসএফ দল গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং সোনার বারগুলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সীমান্ত চৌকি বর্নবেড়িয়ায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলেন- রোহন দাস, অর্ণব কর্মকার ও ছোটন (নাম পরিবর্তিত)। তিন পাচারকারিই পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে রোহন দাস ( পরিবর্তিত নাম) জানান, তিনি গত কয়েকদিন ধরে নদীয়ার বানপুরের এক অজ্ঞাত চোরাকারবারির হয়ে কাজ করতেন এবং কুরিয়ারে সেই স্বর্ণের চালান দেওয়া হতো। এই কাজের জন্য তিনি পারিশ্রমিকও পেতেন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, অর্ণব কর্মকার ও ছোটন-উভয়েই গোল্ড কুরিয়ার হিসেবে কাজ করতেন। নদীয়ার বানপুর থেকে অজ্ঞাত কোনো ব্যক্তির কাছে স্বর্ণ ডেলিভারির কাজ করছিলেন তারা। এর জন্য মোটা অঙ্কের অর্থ পান তারা। তাদের উভয়েই স্বর্ণের চালানটি বনগাঁয় অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই বিএসএফ তাদের ধরে ফেলে। গ্রেফতারকৃত তিন চোরাকারবারি এবং জব্দ করা স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কলকাতার ‘ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স’ (ডিআরআই)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা