ভোটের আগে সংশোধন আসছে বিধিমালায় – দৈনিক গণঅধিকার

ভোটের আগে সংশোধন আসছে বিধিমালায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:৫৩
জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার অনুষ্ঠেয় কমিশনের ২২তম সভায় সংশোধনী এনে নির্বাচন পরিচালনা বিধিমালা উপস্থাপন করা হবে। সভার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। ওই সভায় সংশোধনীতে অনলাইনে মনোনয়নপত্র দাখিল, নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় বাড়ানো এবং নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইনেরও সংশোধনী প্রস্তাব তোলা হচ্ছে। এ দুটিসহ সভায় মোট ছয়টি আলোচ্যসূচি রয়েছে। সভার বাকি আলোচ্যসূচির মধ্যে রয়েছে- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের উদ্দেশে প্যানেল প্রস্তুতের নির্দেশিকা, নির্বাচনকালীন অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদানসংক্রান্ত গাইডলাইন এবং নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণসংক্রান্ত। আরও জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান করতে চেয়েছিল নির্বাচন কমিশন। ওই বিধান করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) আবারও সংশোধনের প্রয়োজন হবে। এ কারণে ইসি অনলাইন ও অফলাইন দুভাবে মনোনয়নপত্র দাখিলের বিধান রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের প্রস্তাব কমিশন সভায় তোলা হচ্ছে। অপরদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা জমা দেওয়ার বিধান এতদিন ছিল না। এবার হলফনামা জমা দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনও সংস্কার করতে যাচ্ছে ইসি। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের বর্ষপঞ্জি এ সভায় অনুমোদনের জন্য তোলা হবে। আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরুর কথা রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার