
নিউজ ডেক্স
আরও খবর
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকালে চাপ থাকলেও পরে ফাঁকা

ঈদের বাকি মাত্র তিনদিন। অথচ যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে।
সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কমতে থাকে। ফলে কোন ধরনের ভোগান্তি ছাড়া নদী পাড় হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষেরা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া আরিচা ফেরি ঘাটে এমনিতে যানবাহন পাড়াপাড় অনেকটা কমে গেছে।
এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখা সহ দুই ঘাটে ছোট,বড় ২৭ ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারনে যাত্রীরা ঘাটে আসা মাত্র নদী পাড় হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।
এদিকে আগামীকাল ভোর ছয়টা থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পাড়াপাড় বন্ধ রাখা হবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।