নিউজ ডেক্স                            
                        আরও খবর
                                গাজায় অনাহারে মৃত্যু ২০০ ছুঁইছুঁই
                                শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার
                                ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর
                                গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২
                                গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি
                                আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার
                                স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত
মিয়ানমারে ব্যাংকেও সামরিক কর্মকর্তা নিয়োগ
                             
                                               
                    
                         মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন মায়ানমা ইকোনমিক ব্যাংকের (এমইবি) উচ্চপদে চলতি বছর কমপক্ষে ২০ জন সামরিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 
গত মাসে তাদের অন্তত পাঁচটি অঞ্চল ও দুটি রাজ্যের ব্যাংক শাখার তত্ত্বাবধানের দ্বায়িত্ব দেওয়া হয়। জান্তা গেজেট ও দ্য ইরাবতির দেখা ব্যাংকের চিঠি থেকে এই তথ্য পাওয়া যায়। 
১৫ মার্চে প্রকাশিত একটি গেজেটে ব্যাংকটির সদর দফতরে পাঁচজন মেজরকে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য উল্লেখ রয়েছে। 
এমইবি সদর দফতরে সহকারী ব্যবস্থাপক হিসেবে ১৫ জন ক্যাপ্টেনকে নিয়োগের খবর একই দিনে প্রকাশিত আরেকটি গেজেটে উল্লেখ করা হয়। 
জুলাই মাসে রাষ্টীয় মালিকানাধীন এই বাণিজ্যিক ব্যাংক সারা দেশে শাখাগুলোতে বেসামরিক ব্যবস্থাপক ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসাবে সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেয়। 
দ্য ইরাবতির দেখা এমইবি’র একটি চিঠি অনুযায়ী, পাঁচ জন প্রধানকে শান স্টেট ও ইয়াঙ্গুন, বাগো ও আইয়ারওয়াদি অঞ্চলের শাখাগুলোতে স্থানান্তরিত করা হয়েছে। 
অন্য একটি চিঠিতে দেখা যায়, মার্চ মাসে এমইবিতে নিযুক্ত ১৪ জন সহ মোট ১৫ জন ক্যাপ্টেনকে মিয়ানমারের ইয়াঙগুন, ম্যাগওয়ে, সাগাইং, মান্দালে ও বাগো অঞ্চল, কায়া ও শান রাজ্যের এমইবি জেলা ব্যাঙ্কগুলোতে স্থানান্তর করা হয়েছে। তাদের শাখার বেসামরিক উপ-প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। 
ব্যাংকটির উচ্চপদে আরও সামরিক কর্মকর্তা নিয়োগের খবর নিশ্চিত করেছেন সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলনে যোগদানকারী জান্তার সাবেক সামরিক বাহিনীর একজন সাবেক ক্যাপ্টেইন জিন ইয়াও।   
                    
                    
                                                            
                    
                                    


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।