
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক ধারাকে ক্ষমতার বাইরে রাখতে যথাসময়ে নির্বাচন হবে। কোনো অবস্থায়ই অপরাধীদের রাজনীতির মাঠে আসতে দেওয়া যাবে না। যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে।
শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জাতীয় যুব জোটের তৃতীয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্রের তিন মাত্রার সংগ্রাম করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দুই পক্ষ। তিন মাত্রার সংগ্রামে যারা মিটমাটের কথা বলে তারা মহাদুষ্কর্মকে স্বীকার করে নেয়। হত্যাযজ্ঞকে জায়েজ করতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। একাত্তর-পঁচাত্তরের হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে অমোচনীয় একটা বিভক্তির রেখা টেনে দেয়। এক পক্ষে মহাহত্যাযজ্ঞের দুষ্কৃতকারী রাজাকাররা, আরেক পক্ষে জনগণ এবং মুক্তিযোদ্ধারা। আজ এ পরিস্থিতিতে এ দুই পক্ষের মিটমাটের কথা যারা বলে, তারা কার্যত একাত্তরের খুনিদের পক্ষাবলম্বন করে।
কংগ্রেসের বিশেষ অতিথি জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অস্বাভাবিক কোনো সরকার হতে দেব না। স্বাভাবিকভাবে নিয়ম মেনে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে কংগ্রেসে আরও উপস্থিত ছিলেন- কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও জাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহসভাপতি আফরোজা হক রীনা প্রমুখ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।