লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় এবার বড় চ্যালেঞ্জ তাপপ্রবাহ – দৈনিক গণঅধিকার

লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় এবার বড় চ্যালেঞ্জ তাপপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৪ | ৫:১৮
তীব্র তাপ সতর্কতার মধ্যেই শনিবার (২৫ মে) ভারতের লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। তবে তীব্র গরমের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। ভোটের প্রথম দুই ঘণ্টায় মাত্র প্রথম ২ ঘণ্টায় ১০.৮২ শতাংশ ভোট পড়েছে। রাজধানী দিল্লির তাপমাত্রা আজ ৪৭ ডিগ্রি সেলসিয়াস (১১৭ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছিল আবহাওয়া বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাধারণ নির্বাচনের ৬ষ্ঠ পর্বে শনিবার ভারতের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত ৫৮টি নির্বাচনি এলাকায় ১১ কোটি ১০ লাখেরও বেশি ভোটার ভোট দেবেন। এই পর্বে ১১ ঘণ্টাব্যাপী ভোটের প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০.৮২ শতাংশ। ২০১৯ সালের নির্বাচনের একই পর্বে সামগ্রিকভাবে প্রায় ৬৩ শতাংশ ভোট পড়েছিল। তাপপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করা হচ্ছে। রয়টার্সকে দিল্লির প্রধান নির্বাচনি কর্মকর্তা পি. কৃষ্ণমূর্তি বলেছেন, ‘উদ্বেগ তো একটা রয়েছেই। তবে আমরা আশা করছি, মানুষ তাপপ্রবাহের ভয় কাটিয়ে উঠবে এবং ভোট দেবে।’ ১৯ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছিল। সপ্তম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ১ জুন লোকসভা নির্বাচন শেষ হবে। ৪ জুন হবে ভোট গণনা। তীব্র গরমের কারণে যাতে ভোটারদের কষ্ট না হয় সেজন্য দিল্লির ভোট কেন্দ্রগুলোতে ওষুধ এবং ওরাল হাইড্রেশন সল্টসহ প্যারামেডিকদের মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেখানে পানি ছিটানোর মেশিন, অপেক্ষা করার জন্য ছায়াযুক্ত জায়গা এবং ভোটারদের জন্য ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের কিছু অংশে ভোটকেন্দ্রের কাছাকাছি বাস করা বাসিন্দারাও কেন্দ্রে ভোটারদেরকে বিনামূল্যে ঠান্ডা পানীয়, শুকনো ফল এবং দুধ বিতরণে সহায়তা করছেন। হিন্দু-জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি বার্তায় ভারতীয়দের কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক