শামীমের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হলোনা চিটাগাং কিংসের – দৈনিক গণঅধিকার

শামীমের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হলোনা চিটাগাং কিংসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বদনাম ঘুচছে তাহলে। আগের দিনের দুটি ম্যাচের পর মঙ্গলবার প্রথম ম্যাচেও রান পেয়েছে দুটি দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। আগে ব্যাটিং করে খুলনা মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে ২০৩ রান সংগ্রহ করেছে। জবাবে শামীম হোসেন যেন আরও আগ্রাসী হয়ে উঠেছিলেন। কিন্তু তার একার লড়াই চিটাগাংকে ম্যাচ জেতাতে পারেনি। দলটি ১৬৬ রানে অলআউট হলে খুলনা ম্যাচ জেতে ৩৭ রানে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগাং। উইলিয়াম বোসিসটোর ৭৫ ও অঙ্কনের ৫৯ রানে ভর করে খুলনা ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চিটাগাং। টানা ৩ বলে ৩ উইকেট হারায় তারা। ৫৬ রানে তিন উইকেট থেকে স্কোর হয়ে যায় ৫৬ রানে ৬ উইকেট। নিশ্চিত পরাজয়ের ম্যাচটিতে কিছুক্ষণের জন্য হলেও চিটাগাংয়ের ভক্তদের মাঝে জয়ের আশা দেখাচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তার আক্রমণাত্মক ব্যাটিং কোন কাজে লাগেনি। একপাশ থেকে শামীম খেললেও অন্য পাশ থেকে প্রয়োজনীয় ব্যাটিংটা করতে পারেনি কেউই। ১৮.৫ ওভারে ১৬৬ রান তুলতেই চিটাগাং অলআউট হয়ে গেছে। তার আগে শামীম ৩৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে ওসমান খানের ব্যাট থেকে। খুলনার বোলারদের মধ্যে আবু হায়দার রনি সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। মোহাম্মদ নওয়াজ নিয়েছেন দুটি উইকেট। এছাড়া ওশানে থমাস, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। এদিকে, খুলনা টাইগার্সের ক্যারিবিয়ান পেসার ওশানে থমাস চারটি নো বলের সঙ্গে একটা ওয়াইড করে এক ওভারে রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার দুই ওপেনার নাঈম শেখ ও বোসিসটো দারুণ শুরু পেয়েছেন। ৩৭ রানের জুটির পর আউট হন নাঈম শেখ (২৬)। তবে বিপিএলের অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বোসিসটো। বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে খেলা এই ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ওপেনিংয়ের মতো দুই, তিন ও চার নম্বরে নামা ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। ১১৭ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন। তবে বোসিসটোর চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন অঙ্কন। হাঁকিয়েছেন ৬টি ছক্কা। তার ২২ বলে ৫৯ রানের ইনিংসেরর কল্যাণে শেষ ৫ ওভারে ৮৪ রান তোলে খুলনা। তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৩ রান। বোসিসটো ৩৬ বলে হাফ সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ বলে ৭৫ রানে। ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। আর বিপিএলের শেষ চার ওভারে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করার রেকর্ড গড়েন অংকন। পাশাপাশি বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন। তাই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অংকন। চিটগাংয়ের আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা