শেয়ারবাজারে বড় দরপতন – দৈনিক গণঅধিকার

শেয়ারবাজারে বড় দরপতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৪৩
শেয়ারবাজার বড় হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে মূল্যসূচক ২৮ পয়েন্ট। এরফলে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা। একইভাবে কমেছে লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি কার্যকর হওয়ায় রোববার দিনব্যাপী বাজারে আতঙ্ক ছিল। সামগ্রিকভাবে বাজারে এর প্রভাব পড়েছে। তবে কেউ কেউ বলছেন, নতুন ভিসানীতি কার্যকরের কী প্রভাব পড়ে তা বুঝতে আরও দু-এক দিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনি বাধা সৃষ্টির অভিযোগে শুক্রবার বেশকিছু লোকের ভিসা বাতিলের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে সরকারি দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিরোধী দলও রয়েছে। এরপর রোববার ছিল বাজারে প্রথম লেনদেন। আর সকাল থেকেই বিভিন্ন ব্রোকারেজ হাউজসহ বিভিন্ন অফিসে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ছিল। সামগ্রিকভাবে বাজারেও এর প্রভাব পড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩১০টি কোম্পানির ৯ কোটি ৭৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১২টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ২ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৭৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। আরও পড়ুন: ভিসানীতি নিয়ে বিতর্কে আ.লীগ-বিএনপি শীর্ষ দশ কোম্পানি : রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ফুওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, ইউনিয়ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, জেমিনী সি ফুড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ডিএসইতে রোববার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, নিটল ইন্স্যুরেন্স, বিডি থাই, মুন্নু অ্যাগ্রো, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফুওয়াং ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, তশরিফা ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, ইয়াকিন পলিমার এবং জনতা ইন্স্যুরেন্স।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা