
নিউজ ডেক্স
আরও খবর

বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪

অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
সন্ধ্যায় কাজে যোগ, সকালে ৪ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে উধাও গৃহকর্মী

সন্ধ্যায় কলাবাগান থানার গ্রিন রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন এক নারী। পরদিন সকালে তিনি ওই বাসা থেকে নগদ প্রায় ৪ লাখ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যান। ওই গৃহকর্মীর কোনো তথ্য গৃহকর্ত্রীর কাছে নেই। ফলে তাকে সনাক্ত করতে পারছে না পুলিশ।
কলাবাগান থানার পরিদর্শক অপারেশন বিজন কুমার বলেন, গ্রিন রোডের বাসিন্দা কাকলী খানের বাসায় গৃহকর্মীর প্রয়োজন। তাই বাড়ির দারোয়ান আব্দুস সালামের সহায়তা চান তিনি। আব্দুস সালাম গত বৃহস্পতিবার এক নারীকে বাসায় নিয়ে আসেন। এ সময় বাসায় ছিলেন কাকলী খানের বৃদ্ধ বাবা-মা।
বিজন কুমার বলেন, রাতে কাকলী খান ও তার স্বামী বাসায় এসে তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে আবার কাজে বেরিয়ে যান। তারা যখন বাসায় ফেরেন ততক্ষণে রহিমা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠার আগেই ওই নারী বাসা থেকে ৩ লাখ ৯৪ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও বেশ কিছু গহনা নিয়ে পালিয়ে যায়।
শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে প্রাথমিকভাবে প্রযুক্তিগত তদন্ত চলছে। ওই নারীর বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।