সাবেক আইজিপি বেনজীরের কালো টাকা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ কালো টাকা সাদা করতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম। বেনজীর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ফৌজদারি ও আইনি প্রক্রিয়ার বিষয়।
শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
রহমাতুল মুনিম বলেন, বেনজীরের বিষয়টি তো কেসের (মামলা) মধ্যে পড়ে গেছে। এত ঢালাওভাবে আমরা এটাকে বলতে চাই না।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।