
নিউজ ডেক্স
আরও খবর

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার

চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪

সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

দিনে লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি

ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব
স্ত্রী-সন্তান আছে তবুও তারা হিজরা

হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই পুরুষ। কিন্তু হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।
তারা হলেন- হোসেন ওরফে শিলা হিজরা, হৃদয় ওরফে পিয়া হিজরা, আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা, সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা, ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা, নয়ন ওরফে নিশি হিজরা, বেলাল ওরফে কেয়া হিজরা এবং মিজানুর রহমান ওরফে চায়না হিজরা।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজরা তাদের গুরুমাতা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রত্যেককে দিনে ৬০০ টাকা করে দেন।
ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কারও বাড়ি লক্ষীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা। কাউকে আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজরা সেজে চাঁদাবাজি করছিলেন।
ওসি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তাওহীদের কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।