হাজারের কোঠায় ডেঙ্গুতে মৃত্যু – দৈনিক গণঅধিকার

হাজারের কোঠায় ডেঙ্গুতে মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৩ | ৯:১৭
এবার ডেঙ্গু দেশের মানুষকে বেশ ভোগাচ্ছে। নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের অভাবে রাজধানী ছাপিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ডেঙ্গুর কবলে পড়েছেন। এমনকি গ্রামেও এ বছর ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যু কেড়ে নিচ্ছে শিশু-কিশোর থেকে বৃদ্ধ-নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষের জীবন। বছরের শুরু থেকে মে-জুন পর্যন্ত ছয় মাসে ডেঙ্গুর ভয়াবহতা একটু কম হলেও জুলাই থেকে শুরু হয় তাণ্ডব। সরকারের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর হিসাব অনেকটা অসম্পূর্ণ। কিন্তু সেই হিসাবটাও এখন আতঙ্কের। দুশ্চিন্তার। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টম্বর সকাল ৮টা পর্যন্ত ৯ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে নজর দিলে দেখা যাবে, এ সময়ে ২ লাখ ৩ হাজার ৪০৬ জন আক্রান্ত এবং ৯৮৯ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই থেকে আগস্ট-এই তিন মাসেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৪২৮ এবং মারা গেছেন ৯৪২ জন। আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব গা শিউরে ওঠার মতো। কারণ, জানুয়ারি থেকে জুন-ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৯৭৮ জন। আর এই সময়ে মারা যান ৪৭ জন। অথচ এর পরের তিন মাসে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আশঙ্কাজনক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই ধারা রোধ করা না গেলে অক্টোবরে পরিস্থিতি আরও করুণ হতে পারে। কারণ, মশা নিধনে গতি কম থাকায় এখনো ডেঙ্গু আক্রান্ত অসংখ্য রোগী হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও করিডরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। অনেক হাসপাতালে এখনো স্যালাইনের সংকট রয়েছে। জনস্বাস্থ্যবিদ ড. আবু জামিল ফয়সাল শনিবার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরজুড়ে যে কাজ করার কথা, আমরা তা যথাযথভাবে করিনি বলেই পরিস্থিতি এমন নাজুক হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ ভারতের কলকাতার প্রতিটা পৌরসভায় অন্তত চারজন করে কীটতত্ত্ববিদ আছে। এবার আরও চারজন করে নিয়োগ দিয়েছে। যারা এডিস মশা নির্মূলে র‌্যাপিড রেসপন্স টিমের সঙ্গে সারাক্ষণ ঘুরে ঘুরে কাজ করছে। ড্রোন দিয়ে ওষুধ ছিটিয়ে মশার লার্ভা নিধন করছে। এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সামান্য পদক্ষেপ নিয়েই সফল হয়েছে। অথচ আমরা বলছি ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের কাজ চলছে। এই দাবি অনুযায়ী প্রশ্ন উঠছে, এত কিছু করার পরও ক্ষুদ্র এডিস নির্মূল সম্ভব হচ্ছে না কেন। মূলত, আমরা কো-অর্ডিনেশন করতে পারছি না। প্রয়োজনীয় সংখ্যক কীটতত্ত্ববিদ নিয়োগ দিতে পারিনি। সঠিক পদ্ধতিতে লার্ভা নিধন করতে পারিনি। ডেঙ্গুতে এত মৃত্যুর দায় কার-প্রশ্ন তোলেন তিনি। এদিকে একক মাস হিসাবেও ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও ভর্তির পরিসংখ্যানে অন্য যে কোনো মাসকে ছাড়িয়ে গেছে এ বছরের সেপ্টেম্বর। গত এক দিনে আরও ১৪ জনের মৃত্যু এবং নতুন করে হাসপাতালে ২৪২৫ জন রোগী ভর্তিতে আগস্টের রেকর্ড ভেঙেছে চলতি মাসের শেষ দিনটিও। এ নিয়ে দেশে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এর আগে আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা যান ৩৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৭৫১ এবং ১৬৭৪ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৩৭৯ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৫৮০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর ৯ মাসে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ২২২ এবং ঢাকার বাইরে ১ লাখ ২০ হাজার ১৮৪ জন। এ সময়ে ডেঙ্গুতে ঢাকায় মারা গেছেন ৬৩৯ এবং ঢাকার বাইরে ৩৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর বর্ষা মৌসুমের আগেই ?শুরু হয়েছিল ডেঙ্গুর প্রকোপ। প্রতিটি মাস ধারাবাহিকভাবে আগের চেয়ে ভয়ংকর রূপ পেয়েছে। এর আগে মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মেতে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬ এবং জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আক্রান্তের মতো বছরের মাঝামাঝি থেকে প্রাণহানিও বাড়তে থাকে। মৃত্যুর হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৬, ফেব্রুয়ারিতে ৩, মার্চে শূন্য, এপ্রিলে ২, মেতে ২, জুনে ৩৪, জুলাইয়ে ২০৪ এবং আগস্টে ৩৪২ জনের মৃত্যু হয়। জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, মশক নিয়ন্ত্রণের চেষ্টা সঠিকভাবে না হওয়ায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এ চেষ্টা নিয়মিত চললেও সফলতা দেখতে অন্তত আরও এক বছর লাগবে। আর ডেঙ্গুতে ধারাবাহিক মৃত্যু বাড়ার কারণ এখনো স্বাস্থ্যব্যবস্থার সংস্কার হয়নি। এখনো প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডেঙ্গু রোগী শনাক্তকরণ, ল্যাবরেটরি টেস্ট, ঝুঁকিপূর্ণ রোগীদের মাধ্যমিক স্তরের হাসপাতালে রাখার ব্যবস্থাও হয়নি। রোগী বাড়তে থাকলেও মৃত্যুর সংখ্যাও এই হারে থাকার আশঙ্কা রয়েছে। রোগী কমলে মৃত্যু কমবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা