হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা – দৈনিক গণঅধিকার

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৪ | ১২:১২
আইপিএলে তৃতীয় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কলকাতা নাইট রাইডার্সের সামনে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠলো তারা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল শীর্ষ দুই দল। কিন্তু লড়াই এতটাই একপেশে হলো যে, মনে হচ্ছিল প্রথম আর তলানির দলের লড়াই। হায়দরাবাদ টস জিতে ব্যাটিং নিয়েছিল, ওই একটা জায়গাতেই এদিন জিতেছিল তারা। কলকাতা প্রথম বল থেকে শুরু করে শেষ বল পর্যন্ত দাপট দেখায়। আগে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে চার উইকেট হারায় হায়দরাবাদ। আইনরিখ ক্লাসেনকে নিয়ে রাহুল ত্রিপাঠী এই ধাক্কা সামলে নেন। তাদের ৩৭ বলে ৬২ রানের জুটি ভেঙে গেলে আবার নড়বড়ে হয়ে পড়ে ব্যাটিং লাইন। ক্লাসেন ২১ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রান করেন। রাহুল ৩৫ বলে ৭ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। ৫ উইকেটে ১২১ রান করা হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১২৬। সেখান থেকে আইপিএলে হায়দরাবাদের রেকর্ড দশম উইকেট জুটিতে স্কোর দেড়শ পার করেন প্যাট কামিন্স ও বিজয়কান্ত। ২১ বলে ৩৩ রান যোগ করেন তারা। ৩০ রান করেন কামিন্স, ৭ রান আসে বিজয়কান্তের ব্যাটে। ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হায়দরাবাদ। মিচেল স্টার্ক ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি পান বরুণ চক্রবর্ত্তী। লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই উদ্বোধনী জুটিতে ৪৪ রান তুলে বিদায় নেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তান ওপেনার ১৪ বলে দুটি করে চার-ছয়ে ২৩ রান করেন। সুনীল নারিন বড় স্কোর করতে ব্যর্থ হন। ১৬ বলে করেন ২১ রান। তারপর দুই আইয়ারের ঝড়ো ব্যাটিংয়ে ১৩.৪ ওভারে জিতে যায় কলকাতা। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৪৪ বলে ৯৭ রানের। ২৮ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ, ২৪ বল খেলে সমান বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৫৮ রানে অপরাজিত অধিনায়ক শ্রেয়াস। ২ উইকেটে ১৬৪ রান করে তারা। হায়দরাবাদের ফাইনালে খেলার আশা ফুরিয়ে যায়নি। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বুধবার এলিমিনিটেরে খেলবে। ওই ম্যাচ জয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে হায়দরাবাদ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা