৩০ কেজি লেহেঙ্গা থেকে খরগোশের কামড়, শকুন্তলা হতে আরও যা করেছেন সামান্থা – দৈনিক গণঅধিকার

৩০ কেজি লেহেঙ্গা থেকে খরগোশের কামড়, শকুন্তলা হতে আরও যা করেছেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ১০:০৭
কালিদাসের শকুন্তলার উপর ভিত্তি করে বানানো হয়েছে ছবি 'শকুন্তলা'। দক্ষিণ ভারতের এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। অন্যদিকে দেব মোহন অভিনয় করেছেন রাজা দুষ্মন্তের চরিত্রে। ছবিটিতে কালিদাসের শকুন্তলা সাজতে গিয়ে বেশ কষ্ট করতে হয় সামান্থাকে। শুক্রবার ছবিটি মুক্তি পায়। তার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সামান্থা জানান এই ছবির শ্যুটিংয়ের তার কষ্টের কথা। তিনি জানান ছবিটিতে অভিনয় করতে গিয়ে অ্যালার্জিতে অসুস্থ হওয়া থেকে শুরু করে খরগোশের কামড়ও খেতে হয়েছে তাকে। সামান্থা জানান, চরিত্রের জন্য তাকে ফুলের মালা পরতে হতো। বাহুতে, গলায়, হাতে ফুলের মালা পরতে হতো। সেই ফুল থেকে অ্যালার্জি হতো তার। সামান্থা এ বিষয়ে বলেন, 'আমি কোনও অভিযোগ, অনুযোগ ছাড়াই সারাদিন শুটিং করতাম। সন্ধ্যার পর থেকে আমার পুরো হাতে ফুলের দাগ দেখা যেত। টানা ৬ মাস ওই দাগ ছিল। মনে হতো, যেন হাতে ফুলের ট্যাটু করিয়েছি। আমি তার উপরই মেকআপ লাগিয়ে শুট করেছি। কেউ এটাকে সারাতে পারেনি। তারপর অবশ্য ধীরে ধীরে চলে গেছে সেই অ্যালার্জি।' কেবল ফুল থেকে অ্যালার্জি নয়, অভিনেত্রীকে এই সময় রীতিমত খরগোশের কামড় খেতে হয়েছে। ছবির জন্য খরগোশের সঙ্গে শুটিং করতে হয়েছে তাকে। আর তখনই একটি খরগোশ তাকে কামড় বসিয়ে দেয়। এর বাইরে ৩০ কেজির লেহেঙ্গা পরে শুট করতে হয় তাকে! সামান্থা বলেন, 'নীতা লুল্লা ম্যাম কিছু সুন্দর পোশাক বানিয়েছিলেন। একটি গানে আমায় দারুণ একটি লেহেঙ্গা পরতে হয়। আমার নাচের কথা মাথায় রেখে উনি কিছু ভারী আর কিছু হালকা লেহেঙ্গা বানান। শেষ পর্যন্ত আমি একটা ৩০ কেজির লেহেঙ্গা পরে নাচ করেছি।' ছবিটি পরিচালনা করেছেন গুণশেখর। দেব মোহন, সামান্থা ছাড়াও অভিনয় করেছেন অদিতি বালান, মোহন বাবু, গৌতমী, মাধু, প্রমুখকে। আরেক দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাও অভিনয় করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা