৯৯৯-এ ফোন জঙ্গি সংগঠনে যুক্ত যুবকের আত্মসমর্পণ – দৈনিক গণঅধিকার

৯৯৯-এ ফোন জঙ্গি সংগঠনে যুক্ত যুবকের আত্মসমর্পণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১৪
জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারকস্ফীয়া'য় যোগ দেওয়ার জন্য প্রায় দুই মাস আগে ঘর ছেড়েছিলেন কুমিল্লার এক যুবক। পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ নেওয়ার প্রস্তুতিও চলছিল তাঁর। পরবর্তী সময়ে আর মন সায় দেয়নি। অন্ধকার পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। ভুল বুঝতে পেরে গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জঙ্গি সংগঠন থেকে ফিরে আসতে চান বলে জানান তিনি। আত্মসমর্পণ করতে চান। এরপরই পুলিশ উত্তরখানের আটিপাড়া মসজিদের পাশ থেকে তাঁকে থানায় নিয়ে আসে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরখান থানায় আত্মসমর্পণ করা যুবককে জিজ্ঞাসাবাদ করেন। কীভাবে এবং কার মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়েছিলেন- তা বিস্তারিত তুলে ধরেছেন তিনি। পুলিশ জানায়, আত্মসমর্পণ করা যুবক তিন-চার বছর সৌদি আরবে ছিলেন। ছয়-সাত মাস আগে দেশে ফেরেন। গ্রামের বাড়ি কুমিল্লায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি আবার সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য প্রায় চার মাস আগে (কুমিল্লায়) পাসপোর্ট অফিসে যান। পাসপোর্টের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তি তাঁকে বলেন, কাজের জন্য বিদেশে গিয়ে লাভ নেই। আখিরাতের জন্য কাজ করতে হবে। 'আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারকস্ফীয়া'য় যুক্ত হলে আখিরাতের পথ সহজ হয়ে যাবে। এভাবে তাঁকে জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। এক পর্যায়ে ওই ব্যক্তির সব কথায় সম্মত হন যুবক। যোগ দেন জঙ্গি সংগঠন হিন্দালে। পুলিশ জানায়, ওই ব্যক্তির কথায় বাড়ি থেকে আড়াই লাখ টাকা চুরি করে গত ডিসেম্বরে ঢাকায় চলে আসেন। জঙ্গিদের কথামতো দক্ষিণখানে বাসা ভাড়া নেন। সেখানে বিভিন্ন সময় জঙ্গি সদস্যরা আসতেন। জঙ্গি নেতারাও এসে পরামর্শ দিতেন তাঁকে। বিভিন্ন সময় তাঁরা যুবকের কাছে থাকা টাকা নিয়ে যান। হাত খালি হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। জঙ্গিরা তাঁকে প্রশিক্ষণ গ্রহণের কথা জানান। তাঁকে পরিবারের সব সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে বলা হয়। এতে সংশয় দেখা দেয় তাঁর মধ্যে। ভাবতে থাকেন- ওই পথ ভালো নয়। জীবনটা অন্ধকারেই কেটে যাবে। আপনজন কেউ পাশে থাকবে না। কিন্তু ফিরে আসতে চাইলেও ভয় আর শঙ্কায় তা হয়ে উঠছিল না। জঙ্গিরা প্রতিশোধ নিতে যদি তাঁকে খুন করে! যুবককে জিজ্ঞাসাবাদে সংশ্নিষ্ট এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির শুরুর দিকে যুবকের কাছে রাস্তায় হিজড়ারা টাকা দাবি করেন। টাকা নেই জানিয়ে তিনি হতাশার কথা তাঁদের কাছে জানান। এরপরই এক হিজড়া তাঁকে আটিপাড়ার বাসায় নিয়ে রাখেন। ছয় দিন তিনি সেখানে ছিলেন। ওই বাসা থেকেই ৯৯৯-এ ফোন করেন যুবক। ৯৯৯-এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দুপুরে তাঁদের কাছে কল আসে। অপরপ্রান্ত থেকে যুবক নিজেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য বলে দাবি করে পুলিশ হেফাজতে আসার ইচ্ছা পোষণ করেন। এরপরই তিনি উত্তরার এক পুলিশ কর্মকর্তাকে বিষয়টি জানান। উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ বলেন, দুপুরে আটিপাড়া থেকে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) নিয়ে গেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা