নাউরুতে মুখ সেলাই করে দুই বাংলাদেশির প্রতিবাদ – দৈনিক গণঅধিকার

নাউরুতে মুখ সেলাই করে দুই বাংলাদেশির প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৩ | ১১:০২
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র নাউরুতে মুখ সেলাই করে প্রতিবাদ জানিয়েছে দুই বাংলাদেশি। অস্ট্রেলিয়া থেকে নাউরুতে পাঁচ ঘণ্টার বিমানের পথ। প্রায় ১০ বছর ধরে নাউরুতে আটকে রাখায় মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম নামের দুই বাংলাদেশি দুই শরণার্থী এ প্রতিবাদ জানায়। ২০১৩ সালের জুলাই থেকে এই দ্বীপটিকে শরণার্থীদের আটক রাখার স্থান হিসেবে ব্যবহার করছে অস্ট্রেলিয়া। নাউরু ছাড়াও পাপুয়া নিউগিনির (পিএনজি) দ্বীপে কোনো কোনো শরণার্থীকে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। এ সময় শুধু জানিয়ে দেওয়া হয়, তাদের কখনওই অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি দেওয়া হবে না। বর্তমানে প্রায় ১৫০ শরণার্থী এবং আশ্রয়প্রার্থী নাউরু এবং পিএনজি-তে রয়েছে। কবে বা কখনও তাদের পুনর্বাসন করা হবে কি না সে সম্পর্কে তেমন কিছুই জানানো হয়নি তাদের। আর এ ভাবেই দুই বাংলাদেশিকে ১০ বছর আটকে রাখা হয়েছে। নাউরুতে আটক দুই বাংলাদেশি মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম তাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিষয়গুলো গণমাধ্যমকে জানান। তারা নাউরুতে শরণার্থী পরিষেবা এবং নিরাপত্তার জন্য প্রশাসনিক কেন্দ্র (আরপিসি১) এর কাছে প্রতিবাদ করছেন। শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ঠোঁট বন্ধ করে রেখেছি এবং খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছি … আমরা কথা বলতে পারি না। আমরা আমাদের চিকিৎসা এবং স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমরা খাবার গ্রহণ এবং পানি পান করবো না।’ তিনি জানান, নিজ দেশে নিপীড়নের শিকার হতে আশ্রয় নেওয়ার জন্য এই দুই ব্যক্তি ২০১৩ সালে বাংলাদেশ থেকে আলাদাভাবে অস্ট্রেলিয়ায় যান। তাদের নৌকা অস্ট্রেলিয়ান নৌবাহিনী দ্বারা আটকানো হয় এবং অবশেষে তাদের নাউরুতে পাঠানো হয়। তিনি বলেন, ‘পরিস্থিতি নিরাপদ নয়। নাউরুতে শরণার্থী এসব মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়। এখানকার চিকিৎসাব্যবস্থা খুব খারাপ। আমরা এখানে নিরাপদ নই। তারা শরণার্থী পছন্দ করে না। তারা আমাদের ঘৃণা করে।’ এ দিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাউরুকে ‘উন্মুক্ত কারাগার’ হিসেবে বর্ণনা করেছে। সেখানে বন্দীদের নিপীড়ন ও অবহেলা করা হয়। উদ্বাস্তুদের ওপর হামলা হয় বা তাদের দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এখানকার বন্দীদের মানসিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। নাউরুতে রাখা শিশুদের মধ্যে আত্ম-ক্ষতি এবং এমনকি আত্মঘাতী আচরণের খবর পাওয়া গেছে। ২০০টিরও বেশি শিশুর মধ্যে শেষ চারজন যারা নাউরুতে আটক হয়েছিল তাদের ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হয়েছিল। এমনকি শফিকুল ইসলাম এবং কাইউম তাদের স্বাধীনতা এবং অন্যান্য উদ্বাস্তুদের স্বাধীনতার জন্য প্রতিবাদ করলেও, অস্ট্রেলিয়ান সরকার সম্প্রতি আইনে স্বাক্ষর করেছে যাতে এটিকে অফশোরে আশ্রয় দাবী প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আইনি ক্ষমতা দেওয়া হয় এবং কার্যকরভাবে, নাউরুতে আটককে দৃঢ় করে। বেহরুজ বুচানি একজন পুরষ্কার বিজয়ী লেখক, প্রাক্তন শরণার্থী এবং রাজনৈতিক ভাষ্যকার। তিনি অস্ট্রেলিয়ান লেবার পার্টিকে অফশোর প্রক্রিয়াকরণ ব্যবহার করার কারণ সম্পর্কে ‘মিথ্যা কথা’ বলে অভিযুক্ত করেছেন। বেহরুজ বলেছেন, অস্ট্রেলিয়ার উভয় প্রধান রাজনৈতিক দল, লেবার এবং কেন্দ্র-ডান লিবারেল পার্টি, নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের ঘিরে ভয় তৈরি করেছে এবং ব্যবহার করেছে। ভোট জিততে কঠোর অভিবাসন নীতি অবলম্বন করছে। সূত্র: আলজাজিরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা