
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
চেলসি-নাপোলির কামব্যাক নাকি রিয়াল-মিলানের কর্তৃত্ব

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সে ও ভিনিসিয়াস-রদ্রিগো গোয়েসদের চমকে গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওই রিয়ালের বিপক্ষে আন্ডারডগ ছিল চেলসি।
রিয়ালের কাছে প্রথম লেগে অনুমিতভাবে ২-০ গোলে হেরেছে ব্লুজরা। দুই দলই অবশ্য গোলের কিছু সুযোগ মিস করেছে। প্রিমিয়ার লিগের টেবিলে ১১ নম্বরে থাকা ওই চেলসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে কামব্যাক দেখাতে পারবে কিনা সেটা দেখার রাত আজ।
চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, রিয়ালের বিপক্ষে জিতে সেমিফাইনালে যেতে হলে তাদের দুর্দান্ত কিছু করতে হবে। কিন্তু ওই দুর্দান্তেরও তো সীমারেখা থাকে! অন্তত তিন গোলের ব্যবধানে জিতে শেষ চারে যেতে চেলসির প্রার্থনা করতে হবে রিয়ালের সবচেয়ে বাজে দিনের।
রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে চেলসি আন্ডারডগ হলেও এসি মিলানের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে কামব্যাকের ভালো সুযোগ আছে নাপোলির। ইতালির লিগে শীর্ষে আছে নাপোলি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালের লড়াইয়ে প্রথম লেগে হেরেছে ১-০ গোলে।
ওই ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নাপোলির সেরা তারকা ভিক্টর ওসিমেন। ফর্মের তুঙ্গে থাকা ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার মঙ্গলবার রাতের ম্যাচে ফিরছেন। নাপোলির তাই দুই গোলের ব্যবধানে জিতে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সমৃদ্ধ এসি মিলান ছেড়ে কথা বলবে না।
সব ঠিক থাকলে এবার ইতালির একটি দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। সাতটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এসি মিলান হতে চাইবে ওই দল। একই লড়াইয়ে নামবে নাপোলি। তবে সেমির পথে কিছুটা নির্ভার আছে ইন্টার মিলান। বেনফিকার মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছে তারা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।