🇧🇩 টাঙ্গাইল জেলা প্রতিনিধি                             
                        আরও খবর
                                বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন
                                রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার
                                গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪
                                অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল
                                ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ
                                মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
                                নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
বাসে ডাকাতি করে পালানোর সময় তিন জন আটক
                             
                                               
                    
                         যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মান্নানের ছেলে রুহুল আমিন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মিঞ্জু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২) ও জামালপুর সদর উপজেলার সাজ্জাদ হোসেনের ছেলে সোহান আহম্মেদ (৩০)।
বাড়ি ফেরার উদ্দেশ্যে চন্দ্রা থেকে কয়েকজন গরুর ব্যাপারি বাসে ওঠেন। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী এসএস ট্রাভেলসের বাসে ওঠেন তারা। মির্জাপুর রেলক্রসিং পার হলে বাসে থাকা ডাকাত দলের সদস্যরা গরুর ব্যাপারিদের মারধর করে তাদের কাছে থাকা টাকা লুট করে বাস থেকে নামিয়ে দেন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯ -এ জানালে কন্ট্রোল রুম থেকে বাসে ডাকাতির বিষয়ে আমাদের জানায়। বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ লিংক রোড ক্রস করার সময় ওই বাস গতিরোধ করা হয়। এ সময় দুই ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একজনকে ধরা হয়। অপর একজন পালিয়ে যান। এছাড়া ডাকাতির সঙ্গে জড়িত থাকায় বাসের চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। আটকদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমানের কাছ থেকে জানা যায়, ডাকাতদের ব্যবহৃত বাস জব্দ ও তাদের কাছে থাকা লুটকৃত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  
                    
                    
                                                            
                    
                                    


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।