
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
দমন-নিপীড়নে একদফার আন্দোলন বন্ধ করা যাবে না: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দমন-নিপীড়ন করে একদফার আন্দোলন বন্ধ করা যাবে না। রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী দিয়ে দমন-নিপীড়ন করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
আজ সোমবার দুপুরে জামালপুরে জেলা জজকোর্ট গেটে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামালপুরে গতরাতে বিনাকারণে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গণগ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যারা গণতন্ত্র ও দেশকে বন্দি করে রেখেছেন, তাদের কাছে নেতাকর্মীদের মুক্তি চাই না। অইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা তাদের মুক্ত করব।
তিনি প্রশাসনের প্রতি জনগণের গণতান্ত্রিক সংগ্রামে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা এসব অন্যায় কাজ করছেন, আমরা তাদের দীর্ঘদিন মনে রাখব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির নেতৃবৃন্দ জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দেন। জেলা দায়রা জজ নেতৃবৃন্দকে ওই মামলায় স্থায়ী জামিন প্রদান করেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।