
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
বাংলার আকাশে-বাতাসে সরকার পতনের ঘণ্টা বাজছে: নুর

‘বাংলার আকাশে-বাতাসে সরকার পতনের ঘণ্টা বাজছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, ‘দেশ একটা গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে। ১৪ বছরের ভোটাধিকার বঞ্চিত ছাত্র-যুবকরা আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার ছাত্রলীগকে দিয়ে কথিত ছাত্রসমাবেশ করাচ্ছে। জোরজবরদস্তি করে, হুমকি-ধমকি দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গার্মেন্টস, দোকান বন্ধ করে লোকদের তারা সমাবেশে নিয়ে আসে। ’
নুর বলেন, ‘ছাত্রলীগের শুক্রবারের কথিত ছাত্রসমাবেশ থেকে দেশের লাখ লাখ বেকার ছাত্র-যুবকদের কর্মসংস্থান নিয়ে কোনো বক্তব্য আসেনি। চাকরির বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী ছাত্র-যুবকদের নিয়ে কিছু বলা হয়নি।’
শুক্রবার রাজধানীর পল্টনে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। ফকিরাপুল মোড়, নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
ডাকসুর সাবেক এই ভিপি অভিযোগ করেন, ‘গত ১৪ বছরে ছাত্রলীগের হাতে ৪৮ জনের প্রাণ গেছে। ছাত্রলীগের হাতে বুয়েটের আবরার, ঢাবির আবু বক্কর, হাফিজ, চবির দিয়াজ, ঢামেকের রাজিব, পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিৎতের রক্ত। ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রসংগঠন নয়, খুনিদের সংগঠন। গত ১৪ বছরে ছাত্রলীগের ১৪টি ভালো কাজ দেখাতে পারবেন না। কিন্তু ১৪শ খারাপ কাজের দৃষ্টান্ত আছে।’
তিনি বলেন, ‘ছাত্রসমাবেশের নামে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণআন্দোলন দমাতে সরকার ছাত্রলীগ ও যুবলীগকে সহিংসতা, বিশৃঙ্খলার উসকানি দিয়েছে।প্রশাসনের কতিপয় দুর্বৃত্তকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু বাংলার আকাশে-বাতাসে আজ ফ্যাসিবাদের পতনের ঘণ্টা বাজছে।’
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ,আব্দুজ জাহের, ছাত্র অধিকার পরিষদের তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের মুনতাজুল ইসলাম, রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সুহেল রানা সম্পদ, পেশাজীবী অধিকার পরিষদের সামসুল ইসলাম প্রমুখ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।